পৃথিবীর কক্ষপথে আসতে চলেছে একটি গ্রহাণু, দেখতে দুবাইয়ের বুর্জ খলিফার মতো
নয়াদিল্লি: চলতি বছরে যেমন করোনা ভাইরাস সম্পর্কে মানুষ জেনে অবাক হয়েছে বা বলতে পারেন রাতের ঘুম উড়ে গিয়েছে গোটা বিশ্বের, ঠিক তেমনই চলতি বছরে এমন মহাজাগতিক অনেক কাণ্ড ঘটেছে যার সাক্ষী আগে আমরা থাকিনি। যেমন দীর্ঘ বেশ কয়েক বছর পর একই মাসে দুটি পূর্ণিমা আমরা দেখেছি। যেখানে দ্বিতীয় পূর্ণিমায় চাঁদকে ব্লু মুন হিসেবে দেখা গিয়েছিল। আর এবার আরও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা পৃথিবী আগামিকাল, রবিবার। কী সেই মহাজাগতিক ঘটনা? জানা গিয়েছে, দুবাইয়ের বুর্জ খলিফার আকারে একটি গ্রহাণু পৃথিবীর কক্ষপথে আসতে চলেছে, যা ঘন্টায় ৯০,১২৪ কিমি গতিতে পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে। নাসা এই গ্রহাণুটির নাম দিয়েছে ‘১৫৩২০১ ২০০০ ডব্লু ও ১০৭’।
নাসা তরফ থেকে জানানো হয়েছে এই গ্রহাণুটির আকার ১২ হাজার থেকে ২৫ হাজার ৭০০ ফুটের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের মেক্সিকো প্রদেশে গ্রহাণুর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সাধারণত পৃথিবীর কক্ষপথে কোনও গ্রহাণু এলে সেক্ষেত্রে বিপদের আশঙ্কা থেকে থাকে। কিন্তু এই গ্রহাণুর কারণে পৃথিবীর কোনও বিপদ হবে না বলেই নাসার তরফ থেকে জানানো হয়েছে।
তবে আপনি চাইলেই এই গ্রহাণুকে খালি চোখে দেখতে পারবেন না। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর এত কাছ দিয়ে গেলেও এই গ্রহাণুকে খালি চোখে দেখা সম্ভব হবে না। তবে ছোট টেলিস্কোপের সাহায্যে গ্রহাণুকে চাইলেই যে কেউ দেখতে পারে। মেস্কিকো প্রদেশের বিজ্ঞানীরা এই গ্রহাণু আবিষ্কার করলেও কী থেকে সৃষ্টি এর হয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে গোটা ঘটনায় আগামিকাল, রবিবার এক মহাজাগতিক দৃষ্টান্ত তৈরি হতে চলেছে বলেই নাসা দাবি করেছে।