পরপর পাইকারি দরে দল ছাড়ছেন তৃণমূল নেতারা। আর অন্যদিকে বিজেপি আয়োজন করেছে যোগদান মেলার। শনিবার এইভাবেই তৃণমূল কে আক্রমণ করলেন বাংলার গেরুয়া শিবিরের সভাপতি দিলীপ ঘোষ। এইদিন দিলীপবাবু বলেছেন,”তৃণমূলের ক্যাবিনেট ছাড়ছেন মন্ত্রীরা আর অন্যদিকে বাকিরা যাচ্ছেন জ্যোতিষের কাছে। ভালো দিন দেখে আমাদের দলে যোগ দিতে।”
সম্প্রতি তৃণমূল থেকে পদ্মশিবিরে যোগ দিয়েছেন অনেক নেতা। সেই বিষয়েও এইদিন মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য,” আগে আমরা খুচরো নেতাদের নিচ্ছিলাম। এখন পাইকারি রেটে নেতাদের নিতে হচ্ছে। কতজন নেতা যে দল ছেড়ে দিচ্ছেন আর কত জন পালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি দিদিমণি ও বুঝতে পারছেন। দুই চারজন যোগদান করে। আর আমরা যোগদান মেলা করতে চলেছি। দেখে মনে হচ্ছে যেন প্যারেড চলছে।”
এইদিন শাসক শিবিরকে কটাক্ষ করতে ও ছাড়েননি তিনি। কটাক্ষ করে তিনি বলেন,”একটা দল যার মন্ত্রী আছে, বিধায়ক সাংসদ, সবই আছে। কিন্তু তারা সবাই পালিয়ে যাচ্ছেন। ভাবুন তো দলের কতটা দুরবস্থা। মানুষ বুঝে গেছে যে ওই দল আর টিকবেনা। তাই তো দল ছেড়ে দিচ্ছে সকলে।”
এই দিন শাসক শিবিরের দিকে অভিযোগ তোলেন দিলীপবাবু। তিনি বলেন,”তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল, তখন পুলিশের ভয় দেখিয়ে দলে নাম লেখানো হত। অনেকে সেই ভয়ে নাম লেখাতে বাধ্য হয়েছিল। বামেদের থেকে মন্ত্রী বিধায়ক সবাই চলে গিয়েছিল তৃণমূলে। আজ সেই দলই ক্ষমতায় রয়েছে। আর তাদের সাংসদ-মন্ত্রীরা ই এখন দল ছেড়ে দিচ্ছে। ১০-১৫ জন বিধায়ক ইতিমধ্যেই দল ছেড়ে দিয়েছেন। আরও দল ছাড়বেন। কেবল সময়ের অপেক্ষা।”
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নিজের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন দলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। এর সাথেই ভাঙতে শুরু করেছে শাসক দল এমনটাই মনে করছেন অনেকে। গতকাল এই বিষয়ে কথা বলতে নিজের বাড়িতে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ এইদিন বলেন,” এখন প্রায়ই এমন বৈঠক করতে হবে ওদের।”