নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তৈরি করা নতুন কৃষি আইনের বিরুদ্ধে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, কেরালা থেকে হাজার হাজার কৃষকরা কৃষক আন্দোলনে করছে। পায়ে হেঁটে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে হাজার হাজার কৃষকরা। আর সেই কৃষকদের আটকাতে হরিয়ানায় পুলিশরা যেভাবে লাঠিচার্জ করে শীতের মধ্যে জলকামান ছুঁড়েছে, তাদের ধিক্কার জানিয়েছে গোটা দেশ। আর সেই জলকামানের মুখোমুখি হয়েছেন এক বীর সাহসী যুবক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্র তাকে ‘হিরো’ তকমা দেওয়া হয়েছে।
দেখা যাচ্ছে জলকামানের সামনে ট্রাক্টর ট্রলি থেকে ঝাঁপ মেরেছে ওই যুবক। যাতে জলকামান আটকানো যায়। আর তারপরেই পুলিশ থেমে যায় জলকামান ছোঁড়া থেকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়ে যায়। যুবকের নাম নবদীপ। আর এবার এই নবদীপের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় কিষান ইউনিয়নের হরিয়ানা শাখায় বেশ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে নবদীপ।
এই নবদীপ গ্র্যাজুয়েট পাশ করার পর বাবার সঙ্গে চাষের কাজে হাত দিয়েছে। তার বাবা কৃষক নেতা। আর তাই বাবার এই আন্দোলনকে সমর্থন করে পুলিশদের বিরুদ্ধে মোকাবিলা করেছে সে। আর তার ফলেই তাকে এই মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলে কৃষক ইউনিয়নের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে।