নিউজরাজ্য

ডিসেম্বরেও রাজ্যে খুলবে না কলেজ-বিশ্ববিদ্যালয়, সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে অনলাইনে

Advertisement

গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপে রাজ্যের স্কুল-কলেজ বন্ধ আছে। কিছুদিন আগে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে চলেছে ভেবে সরকার চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা করেছিল। অন্যদিকে এই সময়ে স্কুল খোলা হবে নাকি সেই নিয়ে তখন কিছু বলা হয়নি। কিন্তু আজ অর্থাৎ রবিবার উপাচার্যদের সাথে বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর মাসে স্কুল তো দূরের কথা, খুলবে না রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিও।

বঙ্গে শীত পড়ার পর করোনা সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে। এছাড়াও প্রবল শীতে দিল্লির মত রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে আগে থেকে ঘোষণা করা ডিসেম্বরে কলেজ খোলার কথা পর্যালোচনা করার জন্য ফের কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠকে বসেছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বৈঠকের পর সাফ জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে কোনভাবেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা নেই। অগত্যা এখন অনলাইন ক্লাস দিয়েই পঠন পাঠন চালানো হবে। তারপর নতুন বছর ঘুরলে ফের উপাচার্যদের সাথে রিভিউ বৈঠক করে কবে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা যায় তা নিয়ে আলোচনা করা হবে।

আজকের ভার্চুয়াল বৈঠকে তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন কলেজগুলিতে আগের মতো আবার অনলাইন ক্লাস চালু করে দেওয়া হোক। ডিসেম্বর মাসে কলেজ খোলার আশা বাধলেও এখন তা কার্যত বৃথা। ফলে অনলাইন ক্লাস করেই পঠন পাঠন এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও আজকের বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন সাপ্লিমেন্টারি বিভিন্ন পরীক্ষা আপাতত অনলাইনে নিতে হবে। উপাচার্যদের সাথে বৈঠক করে রাজ্য কী চায় তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত এবার করোনা আবহে চরম জটিলতার সাথে কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল অনলাইন মাধ্যমে। কিন্তু এ বছরে এখনো বেশ কিছু কলেজে প্রথম বর্ষের অনেক আসন ফাঁকা রয়ে গিয়েছে। হয়তো অনলাইন মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলায় অনেকেই ভর্তি হতে পারেনি ও তার সাথে কলেজের অনেক আসন ফাঁকা রয়ে গিয়েছে। তাই আজকের বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন ফের অনলাইন ভর্তি প্রক্রিয়া হয়তো চালু হতে পারে।

Related Articles

Back to top button