পশ্চিমবঙ্গে এবার শুরু হয়ে গেল দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। নজরে ২১ এর ভোট। আর সেই নিয়ে মানুষের কাছে পরিসেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গে চালু করে দেওয়া হল দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। বেলডাঙ্গা থেকে শুরু করে শিউড়ি হয়ে বালিগঞ্জ সর্বত্র আজ দেখা গেল মানুষের লম্বা লাইন। রাজ্যজুড়ে ইতিমধ্যেই ২০ হাজার ক্যাম্প স্থাপন করা হয়েছে। বেলডাঙ্গা ক্যাম্পে দেখা গিয়েছে অনেকেই তাদের অভাব অভিযোগ নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলতে এসেছেন। বিশেষত সবথেকে বেশি চোখে পড়ছে স্বাস্থ্য সাথী প্রকল্পের দাবি। শুধু তাই নয়, জানা যাচ্ছে ১১টি প্রকল্পে চটজলদি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছে দুয়ারে দুয়ারে প্রকল্প।
সাধারণ মানুষরা তাদের অভাব অভিযোগ নিয়ে ভিড় করতে শুরু করেছেন এই ক্যাম্পে। আজ থেকে শুরু করে টানা ২ মাসের জন্য এই প্রকল্প চলবে। এর জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করা হয়েছে বিভিন্ন জেলাতে। এই ক্যাম্পে সরকারি প্রকল্পের টেবিল রাখা হয়েছে আলাদা আলাদা ভাবে। রাজ্যে ৩৪৪টি ব্লকে রাখা হয়েছে ২০ হাজার ক্যাম্প। ইতিমধ্যেই নিজেদের অভাব অভিযোগ জানাতে এবং বিভিন্ন প্রকল্প পাওয়ার আশাতে এই ক্যাম্পে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।
প্রত্যেক জেলার মত পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হয়ে গিয়েছে এই কর্মসূচি। এদিন এই জেলার ১৮টি এলাকাতে বিশেষ ক্যাম্প করে এই কর্মসূচির সূচনা করা হলো। এরপর ধাপে ধাপে সারা জেলা জুড়ে এই ক্যাম্প চালানো হয়। ১৯ এলাকার ২১৫টি ক্যাম্পে দেখা গেল বাসিন্দাদের ঢল। এই দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিতে বেশি সংখ্যক বাসিন্দার কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এই কর্মসূচিকে সফল করার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অন্যদিকে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের অবহিত করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।
পূর্ব বর্ধমানের জেলাশাসক মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, সরকারি পরিষেবা বাসিন্দাদের দুয়ারে দুয়ারে গিয়ে দিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মধ্যে কন্যাশ্রী, রুপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, খাদ্য সাথী, জাতিগত শংসাপত্র, ১০০ দিনের কাজ, জয় জোহার, তপশিলি বন্ধু প্রকল্প আছে। বাসিন্দাদের অভাব-অভিযোগ এবং তাদের আবেদন গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত ক্যাম্পে।
একই ধরনের তৎপরতা দেখা গিয়েছে সিউড়ি এলাকাতে। সেখানেও প্রত্যেকে এলাকাতে ক্যাম্প করে বাসিন্দাদের অভাব অভিযোগ শোনা হচ্ছে। প্রত্যেকটি ক্যাম্পে আলাদা আলাদা অভিযোগের টেবিল রয়েছে। সেখানে আলাদা আলাদা সরকারি আধিকারিকরা রয়েছেন। যারা অভিযোগ জানাতে আসছেন, তাদেরকে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে। টোকেন এর সময় হলে তাদের নির্দিষ্ট টেবিলে গিয়ে অভিযোগ এবং নিজের সমস্যার কথা জানানোর অনুরোধ করা হচ্ছে। সবথেকে বেশি চোখে পড়ছে খাদ্য সাথী, এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য ভিড়। মোটের উপর প্রথম দিনে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প বেশ ভালোভাবেই কাজ করেছে।