হরিদ্দার: সপ্তাহের দ্বিতীয় দিনেই ভূমিকম্পে কেঁপে উঠল তীর্থক্ষেত্র হরিদ্দার। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৯। আজ, মঙ্গলবার সকাল ৯.৪১ মিনিট নাগাদ উত্তরাখন্ডের হরিদ্বারে হয়েছে এই কম্পন৷ ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি এই খবর জানিয়েছে৷ যদিও এই ভূকম্পনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিদ্বারের কাছেই মাটির ১০ কিলোমিটার নিচে৷
তবে শুধুই ভারতে নয়, এই একই দিনে দেশের পাশাপাশি রাশিয়াতেও ভূমিকম্প হয়৷ সেখানে ভূকম্পনের মাত্রা অনেক বেশি ছিল রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাপ ছিল ৬.৪৷ রাশিয়াতে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এই খবর দিয়েছে৷ তবে এখানেও হরিদ্দারের মত ভূমিকম্প হওয়ার ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।