নয়াদিল্লি: পেটিএম, মেকমাইট্রিপ, শেয়ার চ্যাট ইত্যাদির মতন প্রায় ১২টিরও বেশি ভারতীয় স্টার্টআপ- গুগুলের বিরুদ্ধে নতুন ইন্টারনেট অ্যাপ মার্কেট আনতে চাইছে। গুগুলের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ- ইন অ্যাপ পারচেজে গুগুলকে দিতে হয় ৩০%, যেটা তারা মানতে নারাজ।
প্রায় ৬০ জন এক্সিকিউটিভ একটি মিটিঙয়ে ঠিক করেন ভারতের ইন্টারনেট মার্কেটে গুগুলের এক চেটিয়া কারবার- সবাই মেনে নিতে চাইছে না। গুগুল প্লে স্টোরেরে বদলে অন্য একটি ভারতীয় অ্যাপ ষ্টোর খোলারও প্ল্যান চলছে।
শেষ মাসে যখন গুগুল প্লে স্টর থেকে পেটিএম সরিয়ে দেওয়া হয় তখন পেটিএমের সিইও বিজয় শঙ্কর শর্মা জানান, একটি আমেরিকান কোম্পানি কেন ভারতের অ্যাপএর কন্ট্রোল করবে!
শুধু ভারতবর্ষেই নয়- সারা বিশ্ব জুরেই অ্যাপ ডেভেলপাররা একজোট হয়েছে গুগুল আর আপেলের একচেটিয়া অ্যাপ মার্কেট কন্ট্রোলের ওপর।