Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অপেক্ষার অবসান হবে, কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন আসবে, আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতির মধ্যে স্বস্তির আলো খুঁজে পেয়েছে ব্রিটেন ও রাশিয়া। কারণ, আগামী সপ্তাহ থেকেই দুই দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিন প্রদানের কথা ঘোষণা করেছে দুই দেশের সরকার। ব্রিটেনের…

Avatar

নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতির মধ্যে স্বস্তির আলো খুঁজে পেয়েছে ব্রিটেন ও রাশিয়া। কারণ, আগামী সপ্তাহ থেকেই দুই দেশের নাগরিকদের জন্য ভ্যাকসিন প্রদানের কথা ঘোষণা করেছে দুই দেশের সরকার। ব্রিটেনের ফাইজার এবং রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল এ দেশেও চলছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতের বাজারে ভ্যাকসিন আসেনি। কবে আসবে, তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা গিয়েছে। তবে এবার আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ভ্যাকসিনের জন্য, এমনটাই আশার বাণী শোনালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ, শুক্রবার করোনা ভ্যাকসিন নিয়ে এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল এই বৈঠকে করোনা ভ্যাকসিনের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না দেশবাসীকে। কয়েক সপ্তাহের মধ্যে নতুন বছরের শুরুর দিকেই ভারতে ভ্যাকসিন চলে আসবে, একথা জানিয়েছেন মোদি। বিস্তারিতভাবে প্রধানমন্ত্রী বৈঠক শেষে বলেন, ‘বিজ্ঞানীদের ছাড়পত্র পেলেই টিকাকরণ শুরু হয়ে যাবে৷ দেশে এই মুহূর্তে আটটি ভ্যাকসিন তৈরি হচ্ছে৷ প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে রোগী, স্বাস্থ্যকর্মীদের৷ এরপরই ভ্যাকসিনে অগ্রাধিকারের তালিকায় থাকবেন দেশের প্রবীণরা৷’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে কোন ভ্যাকসিন সর্বপ্রথম ভারতে দেওয়া শুরু হবে, তা নিয়ে বিস্তারিতভাবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এমনকি এই নিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে যে ভ্যাকসিন আসুক না কেন, তাতে দেশবাসী নিশ্চিন্ত হবে বলেই আশাবাদী কেন্দ্রীয় সরকার। এখন কবে, কোন ভ্যাকসিন সর্বপ্রথম আসে, সেটাই দেখার।

About Author