শুভেন্দু অধিকারীকে শেষ হয়নি রাজনৈতিক জল্পনা। তার ভবিষ্যৎ ঘিরে রয়েছে ধোঁয়াশা। এখনও এই সম্পর্কে কিছুই বলেননি নেতা। তার মধ্যেই এই বিষয়ে কথা বলতে দেখা গেল বিজেপি নেতাদের। বিজেপি থেকে দেওয়া হচ্ছে তাকে ‘নেতা’ বানানোর টোপ ও। তাদের বক্তব্যের পর শুভেন্দুকে নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা।
শনিবার অর্থাৎ আজ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন,” শুভেন্দু পদত্যাগ করেছেন। কিন্তু সে কি করতে চাইছে আর সে কি করতে চায়, সেটা বোঝা যাবে সময়ের সাথেই। এক দুই দিনের মধ্যে কেটে যাবে সমস্ত ধোঁয়াশা। আমার অনুমান যে ও যোগ দেবে আমাদের দলে।”
ইতিমধ্যেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। শাসক দলের কাছে তিনি এখন ‘ক্লোজড চ্যাপ্টার’। তা হলেও এখনও সরকারিভাবে জোড়াফুল শিবিরেই আছেন তিনি। সূত্র হতে জানা গিয়েছে, বিজেপির একাধিক নেতার সাথে ইতিমধ্যেই কথা হয়েছে শুভেন্দুর। আগামীকাল তিনি করতে চলেছেন সাংবাদিক বৈঠক। সেইদিকেই এখন তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক মহল।
সাংবাদিক বৈঠকের ২৪ ঘণ্টা আগে শুভেন্দুর দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এইদিন মেদিনীপুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেন,”শুভেন্দু যাই করুন না করুন, তৃণমূল কখনও ওনাকে নেতা হতে দেবেনা। কারণ কালীঘাটের একটি বাড়িতে যারা থাকেন তারাই কেবল ওই দলে নেতা হতে পারে। বাকি যারা দলে কাজ করেন, তারা সর্বদা কর্মী হয়েই থেকে যান।”
অন্যদিকে শুক্রবার দলের ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল নেত্রী দলের যারা মুখ খুলেছেন তাদের বিষয়েও বলেছেন। এই অবস্থাতে দিলীপ এবং মুকুলের এমন বক্তব্য অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।