গোয়া: এটিকের সঙ্গে জোট বেঁধে এবার প্রথম আইএসএল খেলছে মোহনবাগান। তবে প্রথম থেকেই খেলতে নেমে বিপক্ষ দলের কাছে ত্রাস হয়ে উঠেছে এই দল। অভিষেক ম্যাচে কেরালা ব্লাস্টার্স, দ্বিতীয় তথা কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল এবং তৃতীয় ম্যাচে ওড়িশা এফসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে কার্যত ঝড়ের গতিতে এগোচ্ছিল হাবাসের পালতোলা নৌকা। কিন্তু গতকাল, সোমবার ভাস্কদাগামার তিলক ময়দান স্টেডিয়ামে ঘটল ছন্দপতন। জামশেদপুর এফসির কাছে ০-২ গোলে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান খোওয়াতে হল এটিকে-মোহনবাগানকে।
FULL-TIME | #JFCATKMB @NValskis' brace delivers @JamshedpurFC their 1⃣st win of the season. #HeroISL #LetsFootball pic.twitter.com/Dr4xXgLuCw
— Indian Super League (@IndSuperLeague) December 7, 2020
এদিন খেলার শুরু থেকেই সেয়ানে সেয়ানে টক্কর চলতে থাকে। জামশেদপুরের হয়ে ভালসকিস আক্রমণে ব্যস্ত রাখেন সন্দেশ, প্রীতমদের। তার মধ্যেই কর্নার থেকে দলের হয়ে প্রথম গোল করে প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১-০ করেন ভালসকিস। দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে এটিকে-মোহনবাগান। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। অবশেষে ৬৬ মিনিটের মাথায় রয় কৃষ্ণার গোলে ব্যবধান কমায় এটিকে-মোহনবাগান। 5 মিনিট পরেই দ্বিতীয় গোল করার সুযোগ আছে তাদের সামনে। কিন্তু সেই সুযোগ হেলায় নষ্ট করে হাবাসের ছেলেরা। তাই ২-১ গোলে জয় পেয়ে যায় জামশেদপুর এফসি। এর ফলে চার ম্যাচ শেষে এটিকে-মোহনবাগানের পয়েন্ট ৯, অন্যদিকে চার ম্যাচ শেষে জামশেদপুর এফসির পয়েন্ট ৫।