নিউজরাজ্য

অন্ডাল বিমানবন্দরের মালিকানার ৪৭.৪৩ শতাংশ শেয়ার রাজ্য সরকারের, ক্ষতিপূরণ ও জমি পাবে ৫৮২৪ পরিবার, ঘোষণা মমতার

Advertisement

এবার রাজ্য সরকারের হাতে চলে এলো অন্ডাল এয়ারপোর্ট শেয়ারের ৪৭.৪৩ শতাংশ মালিকানা। আজ অর্থাৎ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রানীগঞ্জের জনসভায় এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি জানিয়েছেন এই কবি নজরুল ইসলাম নামাঙ্কিত বিমানবন্দরে অনেক কৃষক ও বাসিন্দারা তাদের জমি দিয়েছিল। এবার রাজ্য সরকার তাদের জমি বা জমির দাম ফিরিয়ে দেবে।

আজ রানীগঞ্জের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “যে সমস্ত পরিবার অন্ডাল এয়ারপোর্ট তৈরীর জন্য তাদের নিজের জমি দিয়েছিল তারা আবার জমি ফেরত পাবে। মোট ৫৮২৪ টি পরিবার এয়ারপোর্ট এর জন্য তাদের জমি দিয়েছিল। তাদের মধ্যে যারা ৩৩ ডেসিমেল এর বেশি জমি দিয়েছে তারা সরকারের তরফ থেকে অন্য জমি পাবে। ল্যান্ড ফর এ ল্যান্ড। আর যারা ৩৩ ডেসিমেল এর কম জমি দিয়েছিল তারা তাদের জমির আর্থিক ক্ষতিপূরণ পেয়ে যাবে।”

পরিসংখ্যান অনুযায়ী মোট ৫৮২৪ টি পরিবার এয়ারপোর্ট তৈরীর জন্য তাদের জমি দিয়েছিল। তাদের মধ্যে ৩৩ ডেসিমেলের বেশি জমি দিয়েছিল ১৫২৯ টি পরিবার। তাদের জমির পরিবর্তে অন্য জমি তুলে দেবে রাজ্য সরকার। অন্যদিকে মোট ২১৪৩ টি পরিবার ৩৩ ডেসিমেলের কম জমি দিয়েছিল। তারা তাদের জমির আর্থিক ক্ষতিপূরণ পেয়ে যাবে। এভাবে খুব তাড়াতাড়ি ৩৭০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আরও ২১২৫ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হবে খুব তাড়াতাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, “রাজ্য সরকার যা বলে সেটা করে দেখায়। গত ৯ বছর ধরে যেমন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।”

মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিমানবন্দর চালুর সময় থেকেই মুখ্যমন্ত্রী ইচ্ছা ছিল এই বিমানবন্দরের বেশি শেয়ার যাতে রাজ্য সরকারের হাতে থাকে। তাই সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বিমানবন্দর তৈরি হলেও রক্ষণাবেক্ষণ প্রাধান্য পায় রাজ্য সরকার। প্রথমে এই বিমানবন্দরের ২৬ শতাংশ শেয়ার ছিল রাজ্য সরকারের। এরপর এখন তা বেড়ে ৪৭.৪৩ শতাংশ হয়েছে যা রাজ্য সরকারকে সবার মধ্যে সর্বাধিক শেয়ার হোল্ডার বানিয়েছে। প্রসঙ্গত এই বিমানবন্দর থেকে প্রতিদিন ১৮ টি বিমান যাতায়াত করে। অবশ্য আগামীদিনে এই সংখ্যা বাড়বে বলেই জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button