করোনা অতিমারীর কবল থেকে রেহাই পেলেন না প্রয়াত দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সারজার স্ত্রী মেঘনা রাজ ও পুত্রসন্তান। মেঘনা নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেছেন, তিনি, তাঁর বাবা, মা, পুত্রসন্তান করোনায় আক্রান্ত। তবে তিনি নিজের স্বামী চিরঞ্জীবীকে স্মরণ করে ফ্যানদের বলেছেন, তাঁদের জন্য চিন্তা না করতে। মেঘনা জানিয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে এবং তাঁরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মেঘনা জানান, জুনিয়র ‘চিরঞ্জীবী’ অর্থাৎ তাঁদের পুত্রসন্তান ভালো আছে এবং সে সারাক্ষণ মেঘনাকে ব্যস্ত রাখছে। মেঘনা করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশাবাদী।
চলতি বছর জুন মাসের 6 তারিখ বিখ্যাত দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সারজা শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বেঙ্গালুরুর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিরঞ্জীবীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। 7ই জুন চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন চিরঞ্জীবী। ওই দিন বিকেল 3:48 নাগাদ চিকিৎসকরা 35 বছর বয়সী চিরঞ্জীবীকে মৃত ঘোষণা করেন। 8ই জুন চিরঞ্জীবীর শেষকৃত্য সম্পন্ন হয়।
2018 সালে চিরঞ্জীবীর সঙ্গে বিয়ে হয় দক্ষিণী অভিনেত্রী মেঘনা রাজের। চিরঞ্জীবীর মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর স্ত্রী মেঘনা। চিরঞ্জীবীর মৃত্যুর পর মেঘনা ভেঙে পড়েছিলেন। একসময় নিজের গর্ভে বেড়ে ওঠা চিরঞ্জীবী ও তাঁর সন্তানের কথা ভেবে ঘুরে দাঁড়ান মেঘনা। মেঘনার ‘গোদভরাই’ অনুষ্ঠানে চিরঞ্জীবীর একটি রঙিন কাটআউটের সঙ্গে ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মেঘনা। তিনি বলেন, চিরঞ্জীবী সবসময় তাঁদের সঙ্গেই আছেন। চিরঞ্জীবীর মৃত্যুর চার মাস পরে 22 শে অক্টোবর জন্ম হয় জুনিয়র ‘সি’র অর্থাৎ চিরঞ্জীবী ও মেঘনার একমাত্র পুত্রসন্তানের। চিরঞ্জীবীর ভাই ধ্রুব সারজা সোশ্যাল মিডিয়ায় জুনিয়র ‘সি’র জন্মের খবর শেয়ার করেন। নেটিজেনরা মেঘনাকে এবং জুনিয়র ‘সি’কে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানান। সমগ্র পরিবারকে দুঃসময়ে মেঘনার আগলে রাখার শক্তি সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে। এই মুহূর্তে নেটিজেনরা মেঘনা, জুনিয়র ‘সি’ এবং সমগ্র পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছেন।