কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। আর তাই আজ, বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দুর্গাপুজোর আগেও রাজ্যে এসেছিলেন তিনি। কিন্তু সেবার মূলত পাহাড় সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তবে এবার খোদ কলকাতায় নির্বাচনী প্রচার চালাবেন তিনি, এমনটাই রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আজ বেলা ১২টায় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। তারপর সেখান থেকে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি দিয়ে প্রচার অভিযান শুরু করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনকি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে অর্থাৎ ভবানীপুরে দলীয় কর্মীদের সঙ্গে চা চক্রেও যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যাবেন কালীঘাটের মন্দিরে পুজো দিতেও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেই প্রচার শুরু করবেন তিনি। এবারে ভবানীপুরেই একটি ওয়াররুম করা হয়েছে। সেখান থেকে একুশের ভোটের যাবতীয় কাজ সারবে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সেখানে কাজে নিযুক্ত করা হয়েছে বহু ছেলে-মেয়েকে। আজ এই ওয়াররুমেরও উদ্বোধন করবেন নাড্ডা। উল্লেখ্য, এই প্রথম রাজ্যের সদর দফতরের বাইরে সম্পূর্ণ আলাদা একটি জায়গা নিয়ে এত বড় পরিসরে কাজ হবে।
এখানেই শেষ নয়। আগামিকাল, বৃহস্পতিবার ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রচারে অংশ নেবেন জেপি নাড্ডা। দুটি কেন্দ্রেই বাড়ি বাড়ি ঘুরে আর ‘নয় অন্যায়’-এর লিফলেট বিলি করবেন তিনি। তবে আগামীকালের থেকেও আজকে মুখ্যমন্ত্রীর গড় কেন্দ্রের মঞ্চ থেকে কী বার্তা দেবেন তিনি, সেদিকেই বাকি রয়েছে সকলে।