পাকিস্তানকে হুঙ্কারের সুরে যা বললেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং! জেনে নিন তার স্পষ্ট বার্তা
হরিয়ানায় এক পুরস্কারবিতরণী সভায় যোগ দিয়ে পাকিস্তানকে কটাক্ষ করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি হুঙ্কারের সুরে বলেন, “কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন ,ভারত বালাকোট এয়ারস্ট্রাইকের থেকেও কোনও বড় আক্রণের পরিকল্পনা করছে। যাই হোক পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার তো করেছেন যে বালাকোটে ভারত এয়ারস্ট্রাইক করেছিল।”
রাজনাথ সিং- এর সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে ‘পরমাণু যুদ্ধে’র প্রসঙ্গ টেনে একাধিক তোপ দাগেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তবে পাকিস্তানের সেই সমস্ত দাবিকে পাত্তা না দিয়ে তিনি জানান, “জম্মু ও কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ তুলে নেওয়া হয়েছে এর উন্নয়নের জন্য। পাকিস্তান এখন সন্ত্রাসবাদ ছাড়া কিছুই বোঝে না। ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে আমাদের প্রতিবেশী দেশ আন্তর্জাতিক মহলের দরজায় দরজায় ঘুরছে, আর বারবার বলছে ভারত ভুল করেছে। পাকিস্তানের সঙ্গে এবার শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে।”