সুরজিৎ দাস: ব্যাট হাতে বাইশ গজে রেকর্ড গড়ার পরেও বিরাট কোহলি এবার মাঠের বাইরে গ্যালারিতে নিজের ছাপ ফেলতে চলেছেন। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি স্ট্যান্ড বিরাট কোহলির নামে নামকরণ করতে চলেছে দিল্লী ক্রিকেট বোর্ড। এর আগে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বহু প্রাক্তন ক্রিকেটারদের নামে গ্যালারি রয়েছে যেখানে মহিন্দর অমরনাথ, বীরেন্দ্র শেহবাগ, আনজুম চোপড়া রা অন্যতম। কিন্তু সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী হতে চলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি দিল্লীর বাসিন্দা এবং গর্বিত করেছে প্রতিটি দিল্লীবাসীকে তাই ঘরের ছেলের নামে স্টেডিয়াম স্ট্যান্ড এর নাম রাখলে তাকে অনন্য সম্মান জানানো হবে। বিরাট কোহলির সাফল্য তার যোগ্যতা, নামের পাশে রেকর্ড এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা এই সব কিছুকে মাথায় রেখে বিরাটের নামে স্ট্যান্ড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্রিকেট বোর্ড। এই বিষয়ে বিরাটের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর ফলে যে ভারতীয় অধিনায়ক এর মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে তা বলাই বাহুল্য।