কলকাতা: ব্যারাকপুরের বিজেপি নেতা তথা অর্জুন সিংয়ের ডান হাত মনীশ শুক্লা খুনের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা ব্যারাকপুর চত্বর। রাজ্য বিজেপির পক্ষ থেকে সিআইডির তদন্তের দাবি করা হয়েছিল। সেই মতো আগেই এই খুনের মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার পুলিশ ও সিআইদির জালে ধরা পড়েছে মনীশ শুক্লা খুনের মূল অভিযুক্ত নাসির মন্ডল। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার কল্যাণী হাইওয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করেছেন সিআইডি আধিকারিকরা।
এ প্রসঙ্গে সিআইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, মনীশ শুক্লা খুনের ঘটনায় মুল মাথা হল এই নাসির মন্ডল। ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। ১০ জনকে গ্রেফতার করা হলেও তার নাগাল খুঁজে পাচ্ছিল না সিআইডি। কিন্তু অবশেষে টিটাগর থানার পুলিশ এবং সিআইডি আধিকারিকদের তত্ত্বাবধানে নাসির মন্ডলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রে খবর। এর আগে বাকি অভিযুক্তদের মধ্যে অনেকজনকে বিহার, কাউকে পাঞ্জাব, কাউকে আবার খাস কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রে জানানো হয়েছে, এই নাসির মন্ডল আদতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা। তাকে আজ শুক্রবার আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, মাস দুয়েক আগে রবিবারের এক সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল বিজেপি নেতা মনীশ শুক্লাকে। যিনি মূলত অর্জুন সিংয়ের গান হাত বলে পরিচিত ছিলেন। পুরনো শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। তারপর ধীরে ধীরে তদন্ত এগিয়ে চলেছে।