ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত স্পষ্ট হলো। এবার এক তৃণমূল সাংসদ রাজ্যপাল জগদীপ ধনকরের রাজনৈতিক অবস্থান নিয়ে সরব হলেন। বারবার রাজ্যপাল জগদীপ ধনকর মমতা সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গলায় সুর তোলে। ব্যারাকপুরে মনিশ শুক্লা খুনের ঘটনা হোক বা রাজ্যে নাড্ডার কনভয় হামলার ঘটনা হোক, রাজ্যপাল টুইটারে শাসক দলকে তীব্র আক্রমণ করে টুইট করেছেন। প্রত্যেকটি অহিংসার ঘটনায় শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। শুধু তাই নয়, বারংবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ ডিজিকে রাজভবনে তলব করার কথা টুইট করেছেন। তারা যাওয়ার আগেই তাদেরকে স্মরণ করানোর জন্য টুইট করা রাজ্য সরকার খুব একটা ভালো চোখে নেয়নি।
রাজ্যপালের রাজনৈতিক অবস্থান নিয়ে এদিন হাওড়া দাসনগরে এক দলীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেছেন, “রাজ্যপাল সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করছেন। তার কাজের ধরন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্যপালের রাজনৈতিক দিক থেকে নিরপেক্ষ থাকা উচিত। বাংলায় তেমন হচ্ছে না। রাজ্যপাল বরাবর শাসকদলের বিরুদ্ধে গিয়ে গলায় সুর তুলছেন। সেখানেই শেষ নয় তার বক্তব্য রাজ্যপাল হিসেবে জনসমক্ষে বারবার ব্যক্ত করছেন তিনি। নির্বাচনের আগে এরকম ঘটনা শাসকদলের ভোটব্যাংকে ক্ষতি করতে বলে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
কাকলি ঘোষ দস্তিদার আরও জানিয়েছেন, “রাজ্যপালের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা উচিত। তার সমস্ত বক্তব্য ঠিকমতো না জানার আগে জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়। এজন্য রাজ্যপালের নিরপেক্ষতা বজায় থাকছে না। তিনি পুরোপুরি সংবিধান বহির্ভূত কাজ করছেন।”
প্রসঙ্গত, নাড্ডার কনভয় হামলার ঘটনায় মমতার বক্তব্যের তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল। তিনি মমতার বক্তব্য ভিডিও টুইটে পোস্ট করে মমতাকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন। এছাড়াও ছোট খাটো বিভিন্ন বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত লেগেই থাকে। রাজ্যপাল সর্বদা তৃণমূলের কার্যকলাপ এর তীব্র বিরোধিতা করেন। আর তার এহেন কাজকর্মের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।