নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করা নয়া তিন কৃষি আইনের বিরোধিতা করে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে চলছে কৃষক আন্দোলন। সরকার এবং ভারতীয় কৃষক ইউনিয়নের মধ্যে একাধিকবার বৈঠক হওয়ার পরও সমাধান সূত্র মেলেনি। সরকার আইন প্রত্যাহারে অনড়। উল্টোদিকে কৃষকরাও আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে। একের পর এক জাতীয় সড়ক অবরোধ করা হচ্ছে। রেল অবরোধের হুমকি দেওয়া হয়েছে হাজার হাজার কৃষকদের পক্ষ থেকে। এমতাবস্থায় এবার কৃষকদের সমর্থন করে অনশনে বসলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এতদিন হরিয়ানা, পাঞ্জাব, কর্ণাটক, কেরল থেকে আসা হাজার হাজার কৃষক আন্দোলন করে এসেছেন। কিন্তু গতকাল, রবিবার তারা অনশন করার হুমকি দিয়েছেন। আর তাদের এই অনশনকে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এমনকি কৃষক আন্দোলন প্রসঙ্গে আন্না হাজারের অ্যান্টি করাপশন আন্দোলনকেও টেনে এনেছেন আরবিন কেজরিওয়াল।
তিনি এ প্রসঙ্গে বলেছেন, আন্না হাজারে যখন অ্যান্টি করাপশনের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিলেন দীর্ঘদিন, তখন তৎকালীন কংগ্রেস সরকার যেভাবে তার আন্দোলনের বিরোধিতা করে দুর্ব্যবহার করেছিল, আজ কৃষকদের আন্দোলনকে বিরোধিতা করে বিজেপি সরকার সেই একই ব্যবহার করছে। তাই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদের সমর্থনে তিনি অনশন করবেন বলে জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।