নয়াদিল্লি: আজ সোমবার কৃষক আন্দোলনের ১৯তম দিন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে আন্দোলনরত কৃষকদের অনশন। চলবে বিকেল ৫টা পর্যন্ত। “আজ থেকে আমাদের আন্দোলন আরও জোরদার হবে” জানান বিক্ষোভকারী কৃষকরা।
কৃষকরা তাদের বিক্ষোভে যোগ দেওয়া থেকে রুখে দিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়ারর ছাত্রছাত্রীদের ইউপি গেট (গাজিয়াবাদ)-গাজিপুর (দিল্লি) সীমানা। প্রায় ৬ জন ছাত্রছাত্রী ডফলি বাজাতে বাজাতে ও গান গাইতে গাইতে কৃষকদের সমর্থন দিতে এলে আন্দোলনরত কৃষক নেতারা তাঁদের আগমনে আপত্তি করেন এবং পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে দিল্লির উপ মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা মণীশ শিশোদিয়া অনশনে বসলেন। তবে অনশনে যোগ দিচ্ছেন না ভারতীয় কিষাণ ইউনিয়ন একতার মহাসচিব সুখদেব সিংহ। তিনি বলেছেন, একদিনের এই অনশনে তিনি যোগ দেবেন না। গত সপ্তাহে এক কার্যক্রমে তিনি গ্রেফতার হওয়া কর্মকর্তাদের মুক্তি দেওয়ার দাবি করেছেন।
আন্দোলনের ১৯ তম দিনে এসে কৃষক আন্দোলন নিয়ে বৈঠক GOM-এর। বৈঠকে যোগ দেবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বরিষ্ঠ আধিকারিকরা।
কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোমপ্রকাশ জানিয়েছেন, তিন কৃষি আইনে কারও কোনো সমস্যা হবে না। তাই এই আন্দোলনের কোনো মানে নেই। কৃষকদের মূল দাবি মেনে নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী বললেন, সবাই মিলে বৈঠকে বসলেই সমস্যার সমাধান মিলবে। ভারত সরকার কৃষকদের সঙ্গে আলোচনার জন্য তৈরি। তাই জেদে অনড় থাকা উচিত না।