অরূপ মাহাত: দীর্ঘদিনের বান্ধবীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে যার নামের পাশে জ্বলজ্বল করছে একটি ত্রিশত রানের ইনিংস। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজরকাড়া ইনিংসটি খেলেন তিনি। যদিও এরপরেও ভারতীয় দলে নন তিনি। হ্যাঁ, তিনি করুণ নায়ার, এবার নিজের দীর্ঘদিনের বান্ধবীর সাথে বাগদান পর্ব সারলেন সাতাশ বছর বয়সী কর্ণাটকের এই ক্রিকেটার।
গত জুন মাসে নিজের বান্ধবীকে মনের কথা জানিয়েছিলেন তিনি। দীর্ঘদিনের সেই বান্ধবী সানায়া তারকিওয়ালার সাথেই নিজের বাগদান সারলেন করুণ। তিনি নিজেই এই সুখবর স্যোশাল মিডিয়ায় জানান। বান্ধবীকে উদ্দেশ্য করে স্যোশাল মিডিয়ায় নায়ার লেখেন, ‘তুমি আমার জীবনকে এমন ভাবে আলোকিত করো, যা অন্য কেউ করে না।’ যদিও আনুষ্ঠানিক ভাবে বিয়ের ব্যাপারে দুজনের কেউই মুখ খুলেননি।
নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে সুনিশ্চিত হলেও, ভারতীয় দলে করুণ নায়ারের জায়গা এখনও পাকা নয়। ত্রিশত রানের এই মালিক ভারতের হয়ে খেলেছেন মাত্র ৬ টি টেস্ট। তবে আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এবং কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে চলেছেন তিনি।