প্রতিদিন সকালে দিদির ভাইয়েরা একটা করে বক্তব্য পেশ করেন। আর বেড়ে যায় দিদির বিপি সুগার। ওই ঘরে আর কেউই থাকতে চাইছেন না। মঙ্গলবার তথা আজ তৃণমূলের ভিতরের গোলমাল নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
এইদিন তিনি বলেন, ডুবন্ত জাহাজ থেকে ইঁদুর কেন সব কিছুই পালিয়ে যাবে। দিদিমণির টালির বাড়ি থেকে পড়ছে একটা একটা করে টালি। এইদিন মালদার মানিকচকের মথুরাপুরের জনসভায় তৃণমূলকে ভীষণভাবে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি ২০২১ সালে বিধানসভা ভটে রাজ্যে বিজেপি ২০০ এর বেশি আসন দখল করবে।
আজ মালদা জেলা বিজেপির ডাকে মথুরাপুর অঞ্চলে সোনিয়া মোড়ে জনসভা করে বিজেপি। সেখানে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সহ বহু জেলা নেতৃত্ব। এই সভা থেকে জেলার বিভিন্ন ব্লকের থেকে সেখানে উপস্থিত হয় বহু রাজনৈতিক দলের কর্মী সমর্থক।
তৃণমূল সরকারকে তীব্র ভাষায় সেখানে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য,”এক ভাই ঠিক আছে। কিন্তু আরও এক ভাই তো হয়ে গিয়েছেন বেসুরো। কাকে ঠিক করবেন? কাকে রাখবেন? কিছুই বুঝছেন না দিদিমণি। যারা সোনার বাংলা তৈরি করতে চাইছেন তাদের জন্য খোলা রয়েছে বিজেপির দরজা। সম্মানের সাথে রাজনীতি করতে হলে চলে আসুন বিজেপিতে।”
তিনি এইদিন আরও বলেন,যারা চাইছেন বিজেপিতে আসতে, তারা আসবেন নাকি কিছুই জানিনা। তবে আমরা চাই, রাজ্য জুড়ে পুরসভা নির্বাচন হক। আর আমরা সেইগুলি দখল করি। অর্থাৎ বিজেপি দখল করুক।
প্রসঙ্গত, দলের বিভিন্ন নেতার মন্তব্য বেশ সমস্যায় পড়েছে রাজ্যের শাসক শিবির। একদিকে বেসুরো রাজীব, অন্যদিকে শুভেন্দুকে নিয়ে ধোঁয়াশা। নিত্যদিন বেফাঁস মন্তব্য করতে শোনা যাচ্ছে দলের বিভিন্ন নেতাকে। এর নিয়েই শাসক দলকে এই দিন বিঁধেছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।