রাজৌরি: নিয়ন্ত্রণ রেখায় গুলির লড়াইয়ে দুই পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে গুলির লড়াই শুরু হয়। সেখানেই ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারায় দুই পাক সেনা।
গত মাস থেকে জম্মু-কাশ্মীরে চলছে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন। আজ, বুধবার সেই নির্বাচনের সপ্তম দফা ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন চলাকালীন ক্রমাগত প্রতিবেশী দেশের আক্রমণ নির্বাচন প্রভাবিত করার প্রচেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানায়, প্রায়দিনের মতোই গতকালও জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতের দিকে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। তার জবাবে ভারতীয় সেনারাও গুলি চালাতে শুরু করে। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর দুই পাকিস্তানি সেনা গুলিতে প্রাণ হারান। তারপরই পিছু হটে পাক বাহিনী।
বিগত কয়েক মাস ধরেই পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে উপত্যকার সাধারণ মানুষদের উপর হামলা চালাচ্ছে। এই বিষয়ে গত ১৩ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল সতীন্দর সাইনি বলেন, ‘জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে।’