জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখলে অনেকেই বুঝতে পারবেন না রানী রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া প্রকৃতপক্ষে একটি টিনএজ মেয়ে। রাসমণির বয়সের উপযুক্ত নিপুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন দিতিপ্রিয়া। এবার একটানা অভিনয় ও পড়াশোনা থেকে চার দিনের জন্য দার্জিলিংয়ে ছুটি কাটাতে চললেন দিতিপ্রিয়া। তিনি জানান, আড়াই বছর পর বাইরে বেড়াতে যাচ্ছেন তিনি। বাবা-মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে আপাতত চার দিন ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’-এর থেকে দূরে থাকতে চান দিতিপ্রিয়া। চারদিনের সফরে তাগদা ও ইচ্ছেগাঁও ঘুরতে যাবার কথা তাঁর। দিতিপ্রিয়া কলকাতায় ফিরে আসবেন 29 শে ডিসেম্বর। তবে এই মুহূর্তে ‘করুণাময়ী রানী রাসমণি’র টিআরপি নিয়ে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে। টিআরপি রেটিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’। ‘মোহর’-এর অবস্থানও যথেষ্ট ভালো।
কিছুদিন আগেই নিজের লম্বা চুল কেটে ফেলে দিতিপ্রিয়া নিজেকে দিয়েছেন টমবয় লুক। শুটিংয়ের বাইরে সাধারণত জিনস-টপে স্বচ্ছন্দ দিতিপ্রিয়া। কিন্তু গৌরব-দেবলীনার গ্র্যান্ড রিসেপশনে শর্ট ড্রেস এবং হাই হিল জুতো পরে নজর কেড়েছেন দিতিপ্রিয়া । তবে রানী রাসমণির সেটে দিতিপ্রিয়ার আচরণ নিয়ে কলাকুশলীদের অভিযোগ রয়েছে। গত বছর দিতিপ্রিয়া বেসুরো গলায় ‘কলঙ্কিনী রাধা’ গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। দিতিপ্রিয়াকে এই কারণে মারাত্মক ট্রোল করেছিলেন নেটিজেনরা। সেই সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দাঁড়িয়েছিলেন দিতিপ্রিয়ার সমর্থনে।
শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে।