নিউজপলিটিক্সরাজ্য

ভিত শক্ত করতে নতুন ছক গেরুয়া শিবিরের, রাজ্যে আসছেন আরও ৭ বিজেপি নেতা 

Advertisement

২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বাংলার গেরুয়া শিবির। বর্তমানে বাংলার পালা বদল বুঝিয়ে দিচ্ছে যে পদ্ম শিবিরের লক্ষ বাংলা। তারপর একের পর এক তৃণমূল নেতাদের বিজেপিতে আসার ইঙ্গিত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শক্তিবৃদ্ধি করছে তাদের। এর থেকে বোঝা যাচ্ছে যে ভোটকে একেবারেই সহজ চোখে দেখছেন না বিজেপি নেতা কর্মীরা। মাটি কামড়ে পড়ে রয়েছেন গেরুয়া শিবিরের নেতারা।

ভিত আরও মজবুত করতে ৭ জন প্রবীণ নেতাকে বাংলায় পাঠানো হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। শোনা যাচ্ছে, নীচের স্তর পর্যন্ত সংগঠন নিয়ে যেতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তারা। কিন্তু এইবার বাইরে থেকে ৭ জন নেতাকে বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। জানা গিয়েছে যে, ছয়টি লোকসভা কেন্দ্র থেকে কাজ করবেন তারা।

তবে কেবল, এই টুকুই নয়, রাজ্যে ভোটের আগে ভোটের স্ট্যাটেজির দিকেও দেখবে রাজ্য বিজেপি। রাজ্যে প্রচারের জন্যও নেওয়া হবে প্রয়োজনীয় পরিকল্পনা। এই সাত জন নেতা হলেন, কেপি মৌর্য, গজেন্দ্র সিং শিখাওয়াত, প্রহ্লাদ প্যাটেল, নিরোত্তম মিশ্র, মুকেশ মান্ডওয়া, অর্জুন মুন্ডা, সঞ্জীব বলিয়ান। গেরুয়া শিবিরের সূত্রের খবর, এই নেতারা প্রত্যেকেই রিপোর্ট পাঠাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জাপি নড্ডা এবং বিজেপির সিনিয়র নেতা বিএল সন্তোষের কাছে।

সূত্র হতে আরও জানা গিয়েছে যে, দুইদিনের বাংলা সফরে এসে অমিত শাহ বৈঠক করেন সাত জন নেতার সাথে। সাথে বিভিন্ন লোকসভা কেন্দ্রে মোতায়েন করবেন তাদের। এছাড়া আরও জানা গিয়েছে যে, বিজেপি চায় এই সাত নেতা ভোটের ঠিক ১৪ দিন আগে থেকে থাকবেন নিজেদের দায়িত্বপ্রাপ্ত লোকসভা অঞ্চলে। নেতারা একজন নীচের পর্যায়ের সংগঠনকে করে তুলবেন আরও শক্তিশালী। এছাড়া তারা দায়বদ্ধ থাকবেন বাংলার নির্বাচনী কৌশল নির্ধারণের জন্যও।

Related Articles

Back to top button