সাধারণ মানুষের দৃষ্টি এড়াতে পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে ভারত, বিস্ফোরক দাবি পাক বিদেশমন্ত্রীর
দুবাই: পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য দু-দুবার সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। তবে এই মুহূর্তে দেশের সামাজিক অবস্থা ভাল নয়। আর তাই সাধারণ মানুষের দৃষ্টি দেশের সমস্যা থেকে ঘোরানোর জন্য পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক চালাতে পারে ভারত। বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন দাবি করেছেন তিনি। যার জেরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
পাক বিদেশমন্ত্রী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ভারত যেসব দেশগুলিকে নিজের বন্ধু বলে মনে করে, সেইসব দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে গোপনে কথা বলছে। পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক চালানোর জন্য সেইসব দেশগুলো থেকে সমর্থনের চেষ্টা করছে। আমাদের একাধিক গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে পাকা খবর দিয়েছে।’
এখানেই থামেননি পাক বিদেশমন্ত্রী। তাঁর আরও সংযোজন, ‘আমরা গোয়েন্দা সংস্থাগুলির থেকে খবর পাওয়ার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছি। এমনকি আগের থেকে বেশি সংখ্যক সেনা ভারত-পাক সীমান্তে মোতায়েন করা হয়েছে। অযাচিত আক্রমণ পাকিস্তান আর সহ্য করবে না। এর জবাব দেওয়ার জন্য আমরাও তৈরি।’ এভাবে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তুলেছেন পাক বিদেশমন্ত্রী।