৮০০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে এই ২০২০ সালে। যা অবাক করবে আপনাকে। সৌরজগতে আগামিকাল, সোমবার এক অদ্ভুত এক ঘটনা ঘটতে চলেছে৷ এদিন এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে গোটা বিশ্ব৷ কী সেই বিরল ঘটনা? যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দেশবাসী। ঘটনাটি হল, এদিন দুটি বড় গ্রহ বৃহস্পতি ও শনি। একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসবে৷ এর ফলে পৃথিবী থেকে দুটি গ্রহকে একই আকারে দেখা যাবে৷ ৫০০ বছর পরেই বিরল ঘটনা ঘটতে চলেছে।
এ প্রসঙ্গে মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, ‘আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় দুটি গ্রহের এত কাছাকাছি আসা দুর্লভ৷ বৃহস্পতি গ্রহ নিজের প্রতিবেশীর কাছ দিয়ে ২০ বছর পরে যায়৷ তবে এতটা কাছাকাছি আসা খুবই অদ্ভুত ব্যাপার৷’ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুটি গ্রহের মধ্যে মাত্র ০.১ ডিগ্রি -র দূরত্ব হবে৷ যদি আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকে তাহলে সূর্যাস্তের পর সারা পৃথিবী থেকে সেই দৃশ্য দেখা যাবে৷ ২০২০-র ২১ ডিসেম্বর এই ঘটনা ঘটবে৷
এটা পৃথিবীর সবচেয়ে ছোট দিন৷ আর এই দিনেই এমন বিরল ঘটনা ঘটতে চলেছে। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দুটি গ্রহ এত কাছাকাছি এসেছিল৷ কিন্তু সূর্য খুব কাছাকাছি থাকায় তাদের দেখতে পাওয়া অসম্ভব ছিল৷ এর আগে ১২২৬ সালের ১ মার্চ এই দুটি গ্রহ এত কাছে এসেছিল সে সময় সেটা পৃথিবী থেকে দেখা গিয়েছিল৷ কিন্তু তারপর আর এই ঘটনা ঘটেনি। তাই দীর্ঘ বহু যুগ পর এই বিরল ঘটনা পৃথিবী থেকে অনায়াসে দেখা সম্ভব হবে বলে মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন।