করোনার নতুন রূপে আতঙ্কিত গোটা বিশ্ব, ব্রিটেন থেকে সমস্ত উড়ান বাতিল করল ভারত
নয়াদিল্লি: আমেরিকা ও রাশিয়ায় করোনা ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হলেও ব্রিটেনে এখনও পর্যন্ত ভ্যাকসিন বিতরণ শুরু হয়নি। চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। ভারতের চিত্রটাও এক্ষেত্রে এক। আর এরই মধ্যে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে করোনা। নতুন করে ব্রিটেনে যে করোনার প্রকোপ দেখা গিয়ে, তা আরও ভয়ঙ্কর! এই নতুন ধারা করোনা ছড়াতে পারে খুবই দ্রুত হারে৷ এ প্রসঙ্গে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, এই ধরণের সংক্রমণের ওপর আরও বেশি নজরদারি প্রয়োজন। কারণ, এতে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে খুবই তাড়াতাড়ি৷ ইতিমধ্যেই এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে৷ করোনা মহামারির নয়া রূপ নিয়ে বছর শেষে নতুন করে আতঙ্কিত গোটা দুনিয়া৷ আর তাই বহুরূপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করল কেন্দ্র।
এ প্রসঙ্গে অসামরিক পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, আগামিকাল, মঙ্গলবার অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করা হল ৷ সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ কেন্দ্র আগেই জানিয়েছিল, এই নয়া রূপের করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ তবুও নতুন করে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার৷ তাই তড়িঘড়ি বছর শেষে এই সিদ্ধান্ত নেওয়া হল হঠাৎ করে করোনা বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্রিটেনের। সার্স কোভিড টু-ই এক নতুন জিন গঠন নিয়ে জেট গতিতে ছড়িয়ে পড়ছে বরিস জনসনের দেশে।
ভারতের পাশাপাশি এই একই কারণে ব্রিটেনের সঙ্গে অস্ট্রিয়া, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। প্রসঙ্গত এখনও পর্যন্ত ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ ২৮,৫০৭ জন করোনা আক্রান্ত হয়েছে নতুন করে৷ এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৭৭,১৬৭ জন ৷ নতুন করে ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৯। যার ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৫৪১৷