২০২০ সাল একের পর এক কেড়ে নিচ্ছে তারকাদের। ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত, সৌমিত্র চট্টোপাধ্যায়, দিব্যা ভাটনাগর, চিরঞ্জীবী সারজা, মনু মুখার্জি, আর্যা ব্যানার্জি একে একে সবাই চলে গেলেন অনন্তলোকে। মাঝে মাঝে মনে হচ্ছে আর কত? এর কি কোন শেষ নেই? এবার সেই তালিকায় যুক্ত হল আরেকটি নাম, পরিচালক জগন্নাথ গুহ। মঙ্গলবার, ভোর চারটেয় উডল্যান্ডস হাসপাতালে প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জগন্নাথ গুহ। অভিনেতা শঙ্কর চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করে জগন্নাথ গুহর আত্মার শান্তি কামনা করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ জগন্নাথবাবুর পার্থিব শরীর নিয়ে আসা হবে তাঁর সাউথ সিটির বাসভবনে। সেখানে তাঁকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করবেন ইন্ডাস্ট্রির কলাকুশলীরা।
পরিচালনা ছাড়াও অভিনেতা হিসাবেও সাড়া ফেলে দিয়েছিলেন জগন্নাথ গুহ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আরোহণ’ নাটকে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন জগন্নাথবাবু। এছাড়া ‘নেমসেক’, ‘সিটি অফ জয়’, ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’-এ তাঁর কাজ চিরস্মরণীয়। তাঁর পরিচালনায় উল্লেখযোগ্য কিছু কাজ হলো ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’, ‘বর বউ খেলা’। শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন জগন্নাথ গুহ। থিয়েটার জগতে নাট্যদল ‘জিগির’-এর অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি। তাঁর লেখা নাটক ‘জেরা’ এখনও মঞ্চস্থ হয়। এছাড়া এসআরএফটিআই-এর ‘ডিন’ পদে কর্মরত ছিলেন জগন্নাথবাবু।
দূরদর্শনের প্রাক্তন সংবাদপাঠক পঙ্কজ সাহা, অভিনেত্রী চৈতি ঘোষাল, বাচিক শিল্পী জগন্নাথ বসু, পরিচালক অতনু ঘোষ সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ গুহর স্মৃতিচারণ করেছেন। তাঁদের স্মৃতি রোমন্থনে উঠে এসেছে জগন্নাথবাবুর ব্যারিটোন ভয়েসের কথা, তাঁর ভাষাশৈলী, ইংরেজি উচ্চারণ, ইংরেজি সাহিত্য সম্পর্কে অপরিসীম জ্ঞানের কথা। পঙ্কজবাবু জানিয়েছেন, তিনি ও জগন্নাথবাবু একসঙ্গে পড়াশোনা করেছেন। দূরদর্শনে জগন্নাথবাবু ফ্রিল্যান্সিং করতেন। একসময় নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছিলেন জগন্নাথ গুহ ও পঙ্কজ সাহা। সেই ডকুমেন্টারিতে জগন্নাথ গুহর কমেন্ট্রি প্রশংসনীয় হয়েছিল। জগন্নাথ গুহর প্রয়াণে টলিউড আবারও হারালো তার এক কান্ডারীকে।