ফের একটি বিধ্বংসী অগ্নিকান্ডের সাক্ষী হয়ে রইল শহর কলকাতা। এবার আগুন লাগলো কলকাতার বেঙ্গল কেমিক্যালের অদূরে থাকা এক বস্তিতে। ইএম বাইপাসের পূর্বাশা আবাসনের পাশের বস্তির ঝুপড়ি তে আগুন লেগে যায়। পরপর আগুন ছড়ানোয় বিধ্বংসী আকার ধারণ করে আগুন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও অব্দি আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের জেরে ইতিমধ্যেই বাইপাসে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই বিধ্বংসী আগুনের উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও সেখানে উপস্থিত আছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও সাধন পান্ডে সেখানে উপস্থিত হয়েছেন। খবর অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
ফিরহাদ হাকিম, সাধন পান্ডে সহ সব নেতারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ১৮ টি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও এখনো পকেট ফায়ার এর সম্ভাবনা আছে। তাই দমকলকর্মীরা জল দিয়ে আগুন ঠান্ডা করার চেষ্টা করছে। প্রায় ৩০-৩৫ টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তাই ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছে, “যাদের বাড়ি পুড়ে গেছে তাদের পাশের সল্টলেক কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হবে। পরে তাদের কি ক্ষতিপূরণ দেয়া হবে তা নিয়ে সরকার আলোচনা করবে।” এছাড়া বর্তমানে বাইপাস পুরো বন্ধ হওয়ায় গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। দমকলের ইঞ্জিন যাতে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে তার জন্যই পুরো বাইপাস বন্ধ করে দেয়া হয়েছে।