নিউজপলিটিক্সরাজ্য

অমিতকে আপ্যায়নকারী বাসুদেব বাউল এর মেয়ের d.ed পড়ার ব্যবস্থা করলেন অনুব্রত, ঘুরিয়ে খোঁচা দিলেন বিজেপিকে

Advertisement

এবারে বাসুদেব বাউল এর মেয়ের d.ed করার ব্যবস্থা করে দিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের সফরে এসে এই বাসুদেব বাউল এর বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে সেই বাড়িতেই সাহায্য করতে গেলেন অনুব্রত মণ্ডল।

অনুব্রতর কথায়,”অমিত শাহ এসেছিলেন। বাসুদেব বাবুর বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, কিন্তু উনি নিজের কিছু কথাই বলতে পারেননি। অমিত শাহ নাটক করতে এসেছিলেন। নাটক হয়ে গেছে, চলে গেছেন। উনার মেয়ে d.ed করতে চায়, এবং এই কারণে তিনি আমাদের শিক্ষা সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রলয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। বাসুদেব বাবু জানিয়েছেন, তার পক্ষে দেড় লক্ষ টাকা দিয়ে মেয়েকে d.ed করানো সম্ভব নয়। এইজন্য আমি প্রলয়কে বলে দিলাম ওকে d.ed টা করিয়ে দিতে।”

বাসুদেব বাউল বললেন,”আমি নিজের বাড়িতে রেশনের চাল খাই। অমিত শাহের জন্য মিনিকেট এনেছিলাম। ওরা আমাকে কোন সাহায্য করেনি। বিজেপি দলের কেউ আর যোগাযোগ রাখেননি। আমি ভেবেছিলাম, অমিত শাহ কে বলব আমার মেয়ে এমএ করে বসে আছে টাকার জন্য d.ed করতে পারেনি। কিন্তু তা বলা সম্ভব হয়ে উঠলো না।”

মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন বাসুদেব এবং তার মেয়ে সুমনা। পাশাপাশি ছিলেন তার দুই ছেলে শুভময় এবং জয়ন্ত। তাদের সকলের উপস্থিতিতে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের উদ্দেশ্যে বাসুদেব বাবুকে সাহায্যের কথা ঘোষণা করেন। এই সাহায্যের পরে নতুন করে সমীকরণের গন্ধ পেয়েছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button