টলিউডবিনোদন

ক্লিভেজ দেখুন, শরীর নিয়ে নোংরামি করবেন না : Sreelekha Mitra

Advertisement

বারবার অনলাইন পোর্টাল ও নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য বা নারীশরীর নিয়ে অথবা তাঁদের পোশাক নিয়ে অশ্লীল ক্যাপশন দিয়ে সংবাদ পরিবেশন করার বিরোধিতা করা সত্ত্বেও কেউ কান দেননি।  এবার অশ্লীল ক্যাপশন বা কুরুচিপূর্ণ মন্তব্যের বিরোধিতা করে খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)।  তাঁর পোস্ট করা ছবিতে তাঁর পরনে রয়েছে ডিপ নেক পোশাক, মাথায় রয়েছে টিয়ারা। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে শ্রীলেখা বলেছেন, আগে চোখের দিকে তাকাতে, ক্লিভেজ পরে দেখলেও চলবে। শ্রীলেখা বলেন, শরীরটা তাঁর। তাই তিনি কি ধরনের পোশাক পরবেন, সেই সিদ্ধান্তও তাঁর। কিন্তু তার মানে এটা নয় যে, তাঁর পোশাক নিয়ে অথবা তাঁর ছবি নিয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করবেন বা অশালীন ক্যাপশন দিয়ে সংবাদ পরিবেশন করবেন অযথা ভিউয়ারস বাড়ানোর জন্য। তিনি মনে করেন, চিরকাল পুরুষ নারীকে নিয়ে ফ্যান্টাসাইজ করে এসেছে এবং শ্রীলেখা তা উপভোগ করেন। তবে ফ্যান্টাসি মানে অশ্লীলতা নয়। এই কারণে নেটিজেনদের নিজেদের সীমারেখা বোঝা উচিত।

কিছুদিন আগেই শ্রীলেখা নেটিজেনদের বলেছিলেন, ‘সেক্সারসাইজ’ নয়, এক্সারসাইজেই গ্লো করছেন তিনি। এমনকি নিজের টপ তুলে ‘অ্যাব’ বা বাঙালির বহুচর্চিত ভুঁড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীলেখা দিয়েছেন ‘বডি শেমিং’-এর জবাব। তিনি বলেছেন, জিমে গিয়ে তিনি তাঁর ‘অ্যাব’ টোন করতেই পারেন, কিন্তু এক্ষুণি তার কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না।


শুধু শ্রীলেখাই নন, এর আগে বিখ‍্যাত পপ সিঙ্গার ম্যাডোনাও (Maddona)নিজের ‘টামি’ দেখিয়ে সংবাদমাধ্যমে বলেছিলেন, নাভিতে হাত দিলে তিনি এক আলাদা শক্তি অনুভব করেন।  কিন্তু তারও আগে আমেরিকায় মেয়েরা ব্রা পুড়িয়ে আন্দোলন করেছিলেন।  বারবার নারীরা পুরুষতান্ত্রিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শরীরের উপর নিজেদের অধিকারের কথা ঘোষণা করেছেন। এবার শ্রীলেখার কথাতেও পাওয়া গেল তার ছোঁয়া।  একসময় লেখিকা তসলিমা  নাসরিনও (Taslima Nasrin)বলেছিলেন, নারীই নিজের শরীর নিয়ে একমাত্র নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। কারণ এই মানবশরীরের সৃষ্টি নারীশরীর থেকেই হয়। শ্রীলেখাও নিজের পোস্টে এই ধরনের মনোভাব পোষণ করেছেন।  এই কারণে তাঁর পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।  শ্রীলেখার এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

খুব শীঘ্রই পরিচালক হিসাবেও ডেবিউ করতে  চলেছেন শ্রীলেখা।  শ্রীলেখার লেখা সাইকোলজিক‍্যাল থ্রিলার নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজ ‘বিটার হাফ’ (Bitter Half)। আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে ‘বিটার হাফ’-এর শুটিং। চিত্রনাট্য লিখেছেন শ্রীলেখা ও ইন্দ্ররূপ ভট্টাচার্য (Indrarup bhattacharya)। শ্রীলেখা মিত্র পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করবেন ভরত কল (Bharat kaul), চন্দ্রিমা মুখার্জি (chandrima Mukherjee), শ্রীলেখা নিজে ছাড়াও টলিটাউনের আরো বেশ কিছু পরিচিত মুখ। এছাড়া ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রীলেখা। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন তিনি।

Related Articles

Back to top button