একুশের নির্বাচনের আগে দলবদল খেলা দিনেদিনে যেন জমে উঠছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপি শিবিরে যোগদান করে দলবদল এর খেলা শুরু করেছিল। তারপর থেকেই চলছে শুভেন্দু তৃণমূল দ্বন্দ্ব। এরই মাঝে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikary) শাসক দল দুদিন আগে কাঁথি এর পুরো প্রশাসকের পথ থেকে সরিয়ে দেয়। রাজ্য সরকারের এহেন আচরণের প্রতিবাদ করেছিল শুভেন্দু অধিকারীর আরেক ভাই দিব্যেন্দু অধিকারি। সে তমলুকের সাংসদ।
তবে সৌমেন্দু অধিকারীকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর বঙ্গ রাজনীতিতে ফের জল্পনা শুরু হয়। কিন্তু এরই মাঝে আজ অর্থাৎ বৃহস্পতিবার জানা যাচ্ছে এবার সৌমেন্দু অধিকারী আগামীকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। নতুন বছরের প্রথম দিনে কাঁথিতেই বিজেপি যোগদান করবেন তিনি। তার বিজেপি যোগদান কাজ সম্পন্ন হবে কাঁথি ডরমেটরি মাঠে বিজেপি কর্মীসভায়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার খরদাহের সভা থেকে শুভেন্দুর বক্তৃতা ঘিরে শুরু হয় সমস্ত সমস্যা। শুভেন্দু এদিন জনসভা থেকে ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেন, “গোটা বাংলায় পদ্মফুল ফোটাবে সে। সেই সাথে তিনি বলেন তার বাড়িতেও পদ্মফুল ফুটবে।” আসলে শুভেন্দুর বাংলায় পদ্মফুল ফোটানোর মন্তব্য শুনে তাকে তীব্র কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “শুভেন্দু আগে নিজের বাড়িতে পদ্ম ফুল ফোটাক। তারপর গোটা বাংলার কথা ভাববে।” আর তার প্রত্যুত্তরে শুভেন্দু বলেছিল, “আমার বাড়িতে পদ্মফুল ফুটবে, কিন্তু তার সাথে তোমার বাড়িতে ঢুকে পদ্ম ফুল ফোটাবো।” শুভেন্দুর এই বিতর্কিত মন্তব্যের জেরে সৌমেন্দুকে কাঁথি এর পুরো প্রশাসকের পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার আগামীকাল অর্থাৎ শুক্রবার সৌমেন্দু বিজেপিতে একাধিক বিদায়ী তৃণমূল কাউন্সিলর নিয়ে যোগ দিচ্ছেন।