নয়াদিল্লি: দেশের চার রাজ্যে আগেই গণ টিকাকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এবার দেশের সমস্ত রাজ্যে তা শুরু হতে চলেছে। স্বাস্থ্য দফতরের উচ্চপর্যায়ের বৈঠকে এদিন ঠিক হয়েছে আগামী ২ জানুয়ারী থেকে সমস্ত রাজ্যে ভ্যাকসিনের ড্রাই-রান শুরু হতে চলেছে। চারটি পদক্ষেপে চলবে এই ড্রাই-রান। যা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে স্বাস্থ্যমন্ত্রক।
করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অসম, গুজরাত, অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাব এই চার রাজ্যে এই ভ্যাকসিনেশনের ড্রাই-রান চালানো হচ্ছে। এবার সব রাজ্যেই শুরু হতে চলেছে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ। অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরদের ভ্যাকসিনের ড্রাই রানের জন্য বেছে নেওয়া হয়েছে। কীভাবে ভিড় সামলে সুষ্ঠু ব্যবস্থাপনায় ভ্যাকসিন দেওয়ার কাজ করা যায় তার প্রশিক্ষণ আগেই দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভারতে এখনও ভ্যাকসিনের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। বুধবারই বৈঠকে বসেছিলেন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর বিশেষজ্ঞ কমিটি। সেখানেই ঠিক হয়েছে এ নিয়ে ফের ২০২১ সালের প্রথম দিন বৈঠকে বসবে কমিটি। ভারতে আগের থেকে সংক্রমণ কমলেও পরিস্থিতি এখনও উদ্বেগ জনক। তারমধ্যে শীতে করোনার প্রকোপ আরও বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।
ইতিমধ্যে ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশে করোনা ভ্যাসিনের প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতেও ভ্যাকসিনের আপৎকালীন অনুমোদনের কথা ভাবছে স্বাস্থ্যমন্ত্রক। সিরাম ইনস্টিটিউট সম্প্রতি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের অনুমতি দানের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছিল। সিরাম ইনস্টিটিউটের আবেদন নিয়ে বিবেচনা করতেই বৈঠকে বসে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার এসইসি।