রাজীব ঘোষ: বর্তমানে কলেজ অধ্যক্ষের পরিচয়ের থেকেও এই মূহুর্তে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড়ো পরিচয় তিনি শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী।সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বৈশাখীকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল।যদিও তিনি এই ব্যাপারে পরিস্কারভাবে কিছু বলেন নি।তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ের স্কুলে জানতে চাওয়া হয়েছিল তার পরিবারে কে কে আছেন?এই বিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজেই জানান, তার ছয় বছরের মেয়ের কথা।তার মেয়ে স্কুলে পরিবারের সদস্যদের বিষয়ে জানতে চাওয়ায় কী বলেছে সেটা বৈশাখী জানিয়েছেন।
বৈশাখীর কথায়, তার মেয়ে স্কুলে বলেছে, পরিবারে বাবা, মা,ছাড়াও দাদু-দিদা রয়েছে।আর রয়েছে দুষ্টু।তখন স্কুল থেকে জানতে চাওয়া হয় দুষ্টু কে?বৈশাখী জানান পরিবারের অন্যতম লাভেবেল পার্সন।বৈশাখী বলেন, কে কী বললো তা তিনি পরোয়া করেন না।কেননা কোনো কিছুই তিনি লুকিয়ে করছেন না।তিনি বলেন, সুযোগ থাকলেও শোভনের সঙ্গে লুকিয়ে তিনি কোথাও যান নি।পরিবারের রক্ষনশীলতার বর্ণনা করে বৈশাখী বলেন, পরিবারকে মান্য করলে মনোজিৎ মন্ডলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথাই নয়।সংবাদ মাধ্যমে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, তার কন্যার স্কুলে পরিবারের বর্ণনায় শোভন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে।তবে তার মেয়ে শোভন চট্টোপাধ্যায়কে দুষ্টু বলে উল্লেখ করেছে।