ক্রিকেটখেলানিউজ

চোটের কারণে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উমেশ যাদব

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটো টেস্ট ম্যাচ আর খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের পেসার উমেশ যাদব। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারে তিনি পায়ের পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণে বর্ডার-গাভাসকার ট্রফি থেকে তিনি ছিটকে গেলেন।

অস্ট্রেলিয়ার ইনিংসের অষ্টম ওভারে পায়ের পেশিতে চোট পাওয়ার পর তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। চলতি সফরের প্রথম দুটো টেস্ট ম্য়াচ খেলেছেন উমেশ যাদব। ৩৯.৪ ওভার বল করে তিনি চারটে উইকেট শিকার করেছেন।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি ৩৩ বছর বয়সি এই পেসার। কিন্তু, তৃতীয় দিন মাঠ ছাড়ার আগে তিনি জো বার্নসের উইকেটটা শিকার করেন। সকালবেলা মাত্র ১৩টা বল তিনি করতে পেরেছিলেন। চোটের পর উমেশকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যন্ত্রণার কারণে তিনি নিজের স্পেলটাও শেষ করতে পারেননি।

ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘চতুর্থ ওভারের বল করার সময় উমেশ যাদব জানিয়েছিলেন যে তাঁর পায়ের পেশিতে যন্ত্রণা অনুভব হচ্ছে। এরপর বিসিসিআইয়ের মেডিকেল টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করে। তাঁকে আপাতত স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’

উমেশ প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তড়িঘড়ি চিকিৎসকদের ডাকা হয়। এরপর উমেশ মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁর ওভারটি সম্পূর্ণ করেন মহম্মদ সিরাজ। ইতিপূর্বে এই চোটের কারণে বর্ডার-গাভাসকার ট্রফি থেকে বাদ পড়েছেন ইশান্ত শর্মা এবং মহম্মদ শামির মতো দুই তারকা পেসার। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছিল, ‘এই ম্যাচে উমেশ আর খেলতে পারবে না। পরের টেস্টেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।’

Related Articles

Back to top button