খেলাফুটবল

এস্কেদা এবার কি মোহনবাগানে?

Advertisement

সুরজিৎ দাস: এনরিকে এস্কেদা মেক্সিকান এই স্ট্রাইকার কে গত মরশুমে নিয়ে এসেছিলো ইস্টবেঙ্গল। চোটের কারণে পুরো মরশুম ইস্টবেঙ্গল জার্সিতে সার্ভিস দিতে না পারলেও যেদিনই মাঠে নেমেছেন সেদিনই নিজের জাত চিনিয়েছেন। লাল হলুদ জার্সিতে গত আই লিগে করেছেন ৯ গোল এবার সেই এস্কেদার দিকে নজর মোহনবাগান এর এমনটাই খবর শোনা যায় ময়দানে কান পাতলে। নিজেদের ষষ্ঠ বিদেশি ৩১ আগস্টের মধ্যে চুড়ান্ত করতে হবে আইলিগের দল গুলিকে তাই নিজেদের শেষ কোটায় সালভা চামোরার পাশে একজন পজিটিভ স্ট্রাইকার কে দলে নিতে চাইছে মোহনবাগান কর্তৃপক্ষ। এছাড়াও শোনা যাচ্ছে স্পানিশ স্ট্রাইকার বরিস গ্যারোসের সাথেও কথা চলছে মোহনবাগানের। অপরদিকে এনরিকে এস্কেদা বর্তমানে খেলছেন মেক্সিকোর একটি ক্লাবে তাই লোনে তাকে পেতে পারে মোহনবাগান যদিও তার জন্য খরচ করতে হতে পারে বেশ কিছু অর্থ। বক্সের বাইরে ও ভিতরে দুই জায়গাতেই দূর্দান্ত স্কিলফুল এই ফুটবলার পায়ে আছে ভালো শট এছাড়াও গোল চেনার দক্ষতা রয়েছে তার। তাই ফিনিশারের অভাবে ভুগতে থাকা মোহনাগানে এনরিকে যুক্ত হলে গোল করার লোক বাড়বে সেটা বলাই যায়। এনরিকে কলকাতায় ফের আসবেন কি না সেটা সময়ই বলবে।

Related Articles

Back to top button