নিউজরাজ্য

“দরকার হলে AIIMS এর ডাক্তার যাবে”, সৌরভের খোঁজ নিয়ে বললেন অমিত শাহ

Advertisement

আজ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। তার আজ সকালে জিম করার সময় হঠাৎই ব্ল্যাকআউট হয়ে পড়েন। আর তারপর তিনি মাথা ঘুরে পড়ে যায়। তারপরই শুরু হয় তার বুকের ব্যথা। এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তাই তাকে তড়িঘড়ি উডল্যান্ড হাসপাতালে (woodland hospital) ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে তার মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। চিকিৎসকদের ভাষায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিনকোপ হয়েছে অর্থাৎ এই রোগে হঠাৎ করেই ব্ল্যাক আউট হয়ে যায় মানুষ। দাদার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তিনি জিম করার পর হঠাৎই ব্ল্যাক আউট হয়ে গিয়েছেন। তবে এই সিনকোপ ঠিক কি কারণে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। কিছু পরীক্ষা নিরীক্ষার পর তা জানানো যাবে।

সৌরভ গাঙ্গুলীর চিকিৎসার জন্য এসএসকেএমের কার্ডিয়াক বিশেষজ্ঞ সরোজ মন্ডল ইতিমধ্যেই উডল্যান্ড হাসপাতালে এসে পৌঁছেছেন। তিনি প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছেন যে সৌরভ গাঙ্গুলীর হার্ট ব্লকেজ আছে। তাকে এখন করোনারি এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা হবে। তবে তিনি এখন অনেকটাই স্থিতিশীল। তিনি কথা বলতে পারছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের অসুস্থতার খবর পেয়েছেন কৈলাস বিজয়বর্গীয় থেকে। তিনি সঙ্গে সঙ্গে জানিয়েছেন, যদি প্রয়োজন পড়ে তাহলে সৌরভকে এক্ষুনি দিল্লিতে আনা হোক। সেখানে AIIMS এর ডাক্তার তার চিকিৎসা করবে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ঘটনাটি শুনে খুবই দুঃখ পেলাম। ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি প্রার্থনা করি যাতে সৌরভ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার প্রার্থনা ও শুভকামনা সবসময় তার এবং তার পরিবারের সঙ্গে আছে।”

এখন উডল্যান্ড হাসপাতালে এসে পৌঁছেছেন সৌরভ গঙ্গুলি ঘনিষ্ঠ লক্ষ্মীরতন শুক্লা। তিনি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সমস্ত খবর নিয়ে বলেছেন এখন দাদা বিপদসীমার বাইরে। তার চিকিৎসা চলছে। হাসপাতালে চিকিৎসকদের মতে দাদার শারীরিক অবস্থা এখন আগের তুলনায় অনেক ভালো। এখনই তাকে দিল্লিতে স্থানান্তর করার কোন দরকার নেই। এখানে তিনি যা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন তাতে তিনি সুস্থ হয়ে যাবেন। এছাড়াও ২২ গজের রাজা এখন চিকিৎসকদের সাথে কথা বলছেন বলেই জানা গিয়েছে। সৌরভ গাঙ্গুলী এত অসুস্থতার মাঝেও চিকিৎসকদের জানিয়েছে, “যাতে তার অসুস্থতা ঠিক করার জন্য অন্য রোগীর না কোন ক্ষতি হয়।”

Related Articles

Back to top button