ভ্যাকসিনের বিষয়ে বিশেষজ্ঞ নই, তবে রাজনৈতিক ভ্যাকসিন দিই। তার ফলও পাওয়া যাচ্ছে। সাতসকাল মর্নিং ওয়াকের পর মন্তব্য করলেন পদ্ম শিবিরের সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এই দিন চা চক্রে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা আশা করব কিছু লোক যারা ভ্যাকসিন নিয়েছিলেন তার যে প্রতিক্রিয়া হয়েছে সেটা নিয়ে খতিয়ে দেখা হোক। তার পরে ব্যাপক হারে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা আশা করব খুব শীঘ্রই হোক ভ্যাকসিন দেওয়া টা যাতে লোকের মধ্যে ফিরে আসবে আত্মবিশ্বাস।
বিজেপির রাজ্য সভাপতির ভ্যাকসিন মন্তব্যে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তার বক্তব্য,”এই রাজ্যের লড়াকু ইতিহাস সম্পর্কে অবহিত নন দিলীপ ঘোষ। আগে সিপিএমের ওষুধ ছিলেন মুখ্যমন্ত্রী। এখন ছিল বিজেপির দাওয়াই বা ভ্যাকসিন সবই তৃণমূল। আর এটা সর্বভারতীয় ক্ষেত্রেই প্রযোজ্য কুণাল আরও বলেন, একজন মুখ্যমন্ত্রীকে ঘায়েল করার চেষ্টায়, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত বাংলায় ছুটে আসতে হচ্ছে। এতেই তাদের নৈতিক পরাজয় হয়ে গিয়েছে।
এছাড়াও বেলগাছিয়া টালা পার্কে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, বিনয় মিশ্ররা তো ডালপালা, এইবার গাছের কাণ্ডের দিক হাত পৌঁছাবে। হাত পৌঁছে যাবে কালীঘাটের বাড়িতে। এখানেও শেষ নয়, শিশির এবং দিব্যন্দুকে নিয়ে দিলীপের বক্তব্য,”শিশির বা দিব্যেন্দু আসতে চায়, আমরা তো সবাইকেই গ্রহণ করে চলছি। এখন ওনাদের সিদ্ধান্ত নিতে হবে, ওনারা আসবে কিনে অথবা কীভাবে আসবেন সেটা ওনাদের ব্যাপার। এইদিন দিলীপ আরও বলেন,”তাদের এমপি আছেন, সেই কারণেই ওনারা ভালো বুঝবেন আইন কানুন কী আছে। এই বিষয়ে কাউকে কিছু বলেছেন কিনা আমার সাথে কোনও কথা হয়নি।”
অনুব্রত নিয়ে নাম না করেই দিলীপের মন্তব্য,”কেউ কেউ ধরে নিয়েছে আর রাজা মন্ত্রী হওয়ার চান্স নেই। অনুব্রত কে নিয়ে নাম না করেই দিলীপের বক্তব্য,”কেউ কেউ ধরে নিয়েছে আর রাজা মন্ত্রীদের হওয়া চান্স নেই। এই মুকুট টুকুট পরে শক মিটিয়ে নিন, ওনাকে নিয়ে আলোচনা কম করাই ভালো। এখানকার লোকেটা দিয়ে দেবে জবাব।”