দেশনিউজ

অনুমতি পেল সিরাম-ভারত বায়োটেকের ভ্যাকসিন, কোভিড-মুক্ত ভারতের ডাক মোদির

Advertisement

নয়াদিল্লি: ভ্যাকসিন যাত্রায় বড় ধাপ এগোল ভারত (India)। দেশে ড্রাই রানের পাশাপাশি ট্রায়ালের শেষ পর্যায়ে থাকা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। যা নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রবিবার মোদি টুইটে লেখেন, ‘একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত। যা মোড় ঘুরিয়ে দিতে চলেছে। সেরাম এবং ভারত বায়োটেক ভ্যাকসিন ব্যবহার করতে অনুমতি দিয়েছে ডিজিসিআই। একটি স্বাস্থ্যকর এবং কোভিড-মুক্ত দেশ গড়ার লক্ষ্যে। আমাদের পরিশ্রমী বিজ্ঞানী এবং গবেষক এবং দেশবাসীকে অভিনন্দন।’

পুনের এই সংস্থা সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিনের জরুরি প্রয়োগের জন্য কিছুদিন আগেই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। ভারত বায়োটেকও জরুরি অনুমোদন চেয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন করে। তাকিলায় ছিল ফাইজার ভ্যাকসিনও। যদিও সেই সময় বিশেষজ্ঞ দলের তরফে এই সবকটি ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারীতা নিয়ে আরও তথ্য চাওয়া হয়েছিল। অতিরিক্ত তথ্য পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি প্রতিটি ভারতীয়কে গর্বিত করে তুলবে যে জরুরিভাবে ব্যবহারের অনুমোদন দেওয়া দুটি ভ্যাকসিন ভারতে তৈরি করা হয়েছে।  এটি আমাদের বৈজ্ঞানিক সম্প্রদায়ের একটি আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার উৎসাহ দেখায়। পরম যত্নসহকারে কাজ করেছেন তাঁরা।’ এদিন সকলকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, ‘আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, গবেষক, পুলিশ, স্যানিটাইজেশন কর্মী এবং সকল করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে সকলে একজোট হয়ে কাজ করেছেন। আমাদের জীবন বাঁচানোর জন্য তাঁদের প্রতি চির কৃতজ্ঞ থাকব।’

Related Articles

Back to top button