গোটা বিশ্ব তথা দেশের মানুষের কাছে এখন একটাই প্রশ্ন যে তাদের প্রিয় মহারাজ কেমন আছেন? এবার তার উত্তর দিলেন তার চিকিৎসকরা। তারা সাফ জানিয়েছে এখন যথেষ্ট ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাইপাস সার্জারি করার কোন প্রয়োজন নেই। এখন শুধুমাত্র তার বাকি ২ আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। তারপর অপারেশনের পর মাসখানেক বিশ্রাম নিলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন দাদা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলীর চিকিৎসার জন্য আসছেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি।
এখন গোটা বিশ্ব তথা দেশের মানুষের কাছে একটাই প্রশ্ন দাদা কবে সুস্থ হয়ে স্বমহিমায় কাজে নামবেন? এর উত্তর দিয়েছে উডল্যান্ড হাসপাতাল এর সিইও রুপালি বসু। তিনি জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলীর দুই আর্টারিতে স্টেন বসানো হবে খুব শীঘ্রই। তারপর চিকিৎসকরা তাকে তিন চারদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখবেন। অতএব সব মিলিয়ে আরো ৭ দিন হাসপাতালে থাকতে হবে তাকে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর কমপক্ষে ৩ সপ্তাহ থেকে ১ মাস বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবেন সৌরভ গাঙ্গুলী। তারপরই ফের স্বমহিমায় নিজের দুনিয়ায় কামব্যাক করবেন বিসিসিআই প্রেসিডেন্ট।
চিকিৎসকরা জানিয়েছেন গতকাল রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। তার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তার এখন কোন জ্বর নেই এবং রুটিন ইসিজিতে কোনরকম অস্বাভাবিকতা ধরা পড়েনি। তার পালস রেট স্বাভাবিক অর্থাৎ মিনিটে ৭২ বিট ও রক্তচাপ প্রায় স্বাভাবিক অর্থাৎ ১১০/৮০। তার অন্যান্য রিপোর্ট যথেষ্ট সন্তোষজনক। তবে কবে বাকি দুই ধমনীতে স্টেন বসানো হবে সেই নিয়ে এখনো জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।