নিউজপলিটিক্সরাজ্য

পিকের সাথে বৈঠক করবেন বিনয়-বিমল, সোমবার হবে সেই বৈঠক

কার্শিয়ংয়ে গুরুং (Bimal Gurung) বিরোধী পোস্টার ঘিরে আলোড়ন

Advertisement

শীতের পাহাড়ে আবার রাজনৈতিক উত্তাপের ছোঁয়া এই বারে বিমল গুরুং এর বিরুদ্ধে। এবারে বিমল গুরুংয়ের (Bimal Gurung) বিরুদ্ধে পোস্টার। পোস্টার। পোস্টারে পড়ল অনীত থাপার(Anit Thapa) খাসতালুক কার্শিয়াং এ। যা নিয়ে পাহাড়ে আলোড়ন পড়ে গিয়েছে। আবারও অশান্তির আশঙ্কা পাহাড়ে? সম্প্রতি গুরুং কার্শিয়াং প্রসঙ্গে বলেন,”এলাকায় কোনও উন্নয়নই হয়নি। আগের সাড়ে তিনি বছর কার্শিয়াংয়ের হাল ফিরে আসেনি। নতুন করে কোনও পর্যটক কেন্দ্র গড়ে ওঠেনি। শিলিগুড়ি থেকে দার্জিলিং ওঠা নামার পথে কেউই কার্শিয়াংয়ে নেমে কোনও হোটেলের চা মুখে নেন না। উলটে কার্শিয়াংয়ে বাথরুম করতে নামেন। যার ফলে অনেকের মতে শৌচালয়ে পরিণত হয়েছে কার্শিয়াং।” এইদিন সোশ্যাল মিডিয়ায় গুরুংয়ের এই মন্তব্য ভাইরাল হতেই রবিবার তার বিরুদ্ধে একাধিক পোস্টারে ঢেকেছে এলাকা। ‘কার্শিয়াং এর জনতা নামে এই পোস্টার ছয়লাপ কার্শিয়াং বাজারে। এই বিষয়ে বিনয় তামাং অনীত থাপাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিমল গুরুং।

অন্যদিকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিমল অনুগামীরা। এই দিনই দার্জিলিং থেকে শিলুগুড়িতে নামার পথে কার্শিয়াংয়ে গুরুং নিজের মন্তব্য অটুট রাখেন এবং বলেন, যারা গত সাড়ে তিন বছর পাহাড়ের ক্ষমতা রয়েছে। তার বক্তব্য,”কেবল রাজনীতি করলে হবে? বিশেষ করে পর্যটন ক্ষেত্রে উন্নয়ন আবশ্যক।”

এইদিন আবার ও বিজেপির বিরুদ্ধে তপ দাগেন গুরুং। তার বক্তব্য,”১২ বছর বিজেপি পাহাড়বাসীদের জন্য কিছুই করেনি। স্রেফ ধোঁকা দিয়েছে। তাই একুশের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে পাহাড়ের পাশাপাশি তরাই এবং ডুয়ার্সেও লাগাতার প্রচার চালিয়ে যাব।’ ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আপাতত শিলিগুড়িতে কিছুদিন কাটিয়ে ৭ জানুয়ারি কালিম্পংয়ে জনসভায় যোগ দেবেন গুরুং। তারপর ডুয়ার্সে চলবে তাঁর প্রচার। বিজেপিকে মোক্ষম জবাব দেওয়াই তাঁর একমাত্র কাজ বলে জানিয়েছেন।

Related Articles

Back to top button