সুরজিৎ দাস : সালটা ২০১৩ আইপিএল স্পট ফিক্সিং কে কেন্দ্র করে তোলপাড় হয়েছিলো গোটা দেশ। নাম জড়িয়ে ছিলো শ্রীশান্ত সহ তিন ক্রিকেটারের এছাড়াও দুই ফ্রাঞ্চাইসি চেন্নাই ও রাজস্থানের। এরপরে জল অনেকদূর গড়ায় আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত হন শান্তাকুমারান শ্রীশান্ত। এরপর নিজেকে নির্দোষ প্রমাণ করেন তিনি ও বিসিসিআই এর তদন্তকারী দলের সাথেও সম্পূর্ণ সহযোগীতা করেন তিনি এরপরেই শ্রীশান্ত নির্দোষ বলে প্রমাণিত হন কিন্তু আর ক্রিকেটে ফেরা হয় নি তার। কিন্তু এদিন বিসিসিআই তরফে শ্রীশান্তের শাস্তির মেয়াদ কমিয়ে দেওয়া হয় ফলে মেয়াদ সারাজীবনের বদলে ৭ বছর করা হয়। আগামী ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর শ্রীশান্তের শাস্তির মেয়াদ পূর্ণ হচ্ছে তাই তারপরেই আবার তাকে ক্রিকেটের ২২ গজে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। এবিষয়ে শ্রীশান্তের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিসিসিআই কর্তারা কিন্তু খুশি শ্রীশান্তের আচরণে এবং তদন্তে নির্ভীক ভাবে সহযোগীতা করার জন্য।