অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখতে শহরে এসে পৌছলেন প্রখ্যাত হৃদয়ে রোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি (Devi Shetty)। সকাল ৮ টা ৩৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌছলেন দেবী প্রসাদ শেট্টি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন হাসপাতালে। সেখানে তিনি অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় এর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোন ভয়ের কারণ নেই। আপাতত অনেকটা ভালো আছেন মহারাজ। অন্য দুই ধমনীতে এখন স্টেন্ট বসানো হচ্ছে না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাকে সম্পূর্ণরূপে বিশ্রামে থাকতে হবে বেশ কয়েক মাস। আশা করা যায়, দেবী শেট্টি তাকে পরীক্ষা করলে আগামী বুধবার হাসপাতাল থেকে ছুটি মিলবে তার।
উডল্যান্ড হাসপাতাল থেকে শেষ মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, একটি ভিডিও কলে দেবী শেট্টি, রমাকান্ত পান্ডে সহ একাধিক চিকিৎসকেরা এদিন মেডিকেল বোর্ডের সাথে আলোচনা করেছেন। নিউইয়র্ক এর বিশেষজ্ঞ চিকিৎসক স্যামুয়েল ম্যাথিউ এই বৈঠকে যোগদান করেন। তারা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হবার পরে সৌরভ গাঙ্গুলীর যে চিকিৎসা হয়েছে তা একেবারে যথাযথ।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ভালো আছেন। যে ধমনিটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ছিল সেটি এখন ঠিকঠাক ভাবে কাজ করছে। পরে চিকিৎসকেরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, সৌরভের বাকি দুটি ধমনীতে কিছুদিন পরে স্টেন্ট বসানো হবে। আপাতত হাসপাতালের চিকিৎসকরা বাড়ি গিয়ে নিয়মিত তার শারীরিক পরিস্থিতির উপর নজর রাখবেন। সৌরভ গাঙ্গুলীকে জানানো হয়েছে, আপাতত তাকে কড়া নিয়ম-শৃঙ্খলাতে জীবনযাপন করতে হবে।