নিউজ

গ্রাহকদের সুবিধার্থে লোনের থেকে বিভিন্ন চার্জ তুলে নিচ্ছে SBI

Advertisement

অরূপ মাহাত: পুজোর মরশুমের শুরুতেই গাড়ি গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গাড়ির ঋণ পরিশোধের ক্ষেত্রে শিথিলতা নিয়ে এল তারা। গাড়ির অটো লোন পরিশোধ করার সময় যে প্রসেসিং চার্জ নেওয়া হয় তা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে এসবিআই। এরপর থেকে এ বিষয়ে আর কোন প্রসেসিং চার্জ দিতে হবে না। এটি দেশের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই-এর পক্ষ থেকে গ্রাহকদের জন্য পুজোর উপহার।

পাশাপাশি, পার্সোনাল লোন ও এডুকেশনাল লোনের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন নিয়ে এসেছে ব্যাংক। এই দুটি ক্ষেত্রেই রি পেমেন্টের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে আপনি এখন ছ বছরের জন্য লোন নিতে পারবেন। এবং লোনের ইএমআই-এর বোঝা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। পার্সোনাল লোন দুই ধরনের হয়। এক ধরনের লোনের ক্ষেত্রে প্রসেসিং চার্জ দিতে হয়। তাছাড়া সমস্ত জরুরি তথ্যের কপিও দিতে হয়। এরপর থেকে পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রসেসিং চার্জ কমানো হবে। তবে ঋণ পরিশোধের সময় জিএসটি দিতে হবে।

Related Articles

Back to top button