এবারে সাংসদ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বাবুল সুপ্রিয় কে হুঁশিয়ারি দিয়েছেন যাতে তিনি ওই রকম মন্তব্য আর না করেন। পাশাপাশি, তিনি অভিযোগ জানিয়েছেন, যদি বাবুল সুপ্রিয় এর পরেও ঐরকম মন্তব্য করে তাহলে বাবুলের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া গ্রহণ করা হবে। তার দাবি, বাবুল সুপ্রিয় অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে ওই রকম মন্তব্য করে বারবার আদালতের অবমাননা করছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তার আইনজীবী বাবুল সুপ্রিয়কে বেশ কিছু নির্দেশ নামা পাঠিয়েছে। সেই নির্দেশ নামাতে লেখা রয়েছে, ২০১৭ সালে একটি জনসভা থেকে বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা মাফিয়া বলে উল্লেখ করেন। সেই মর্মে সিভিল আদালতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেখানকার বিচারক তাকে ওই রকম মন্তব্য থেকে বিরত থাকতে বলেন।
অভিষেকের অভিযোগ ২০২০ এর ৩১ ডিসেম্বর বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আবার একটি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কয়লা মাফিয়া বলে উল্লেখ করেছেন। বাবুল সুপ্রিয় বলেছিলেন,” আমাদের ভাইপো বলেন আমাদের নাকি নাম নেওয়ার সাহস নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নিয়েই বলছি, উনি গরু পাচার, লোহা পাচারের টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন। এই সমস্ত পাচারের টাকা পৌঁছে গিয়ে সরাসরি অভিষেকের পকেটে।” অভিষেকের আইনজীবী জানিয়েছেন, এর আগেও এইরকম ধরনের মন্তব্য করে ব্যক্তিগত আক্রমণ করেছেন বাবুল সুপ্রিয়। এরকম মন্তব্য করে তিনি আদালতের অবমাননা করেছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি তিনি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া শুরু করবেন অভিষেক বন্দোপাধ্যায়।
অন্যদিকে বাবুলের বক্তব্য,” আমি এই নিয়ে কিছু বলতে রাজি না। যা বলার আমার আইনজীবী বলবে। উনি বিজেপির বহু নেতাকে বারবার আইনি নোটিশ পাঠিয়েছেন। কি সব ক্ষমাটমা চাইতে বলেন। আমি বলব, ১০ বছরে উনারা যা করেছেন তার জন্য রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান।”