কলকাতা: আগামিকাল (Tomorrow), শুক্রবার (Friday) ফের রাজ্য জুড়ে হবে করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) ড্রাই রান (Dry Run)। নতুন বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ গত ২ জানুয়ারি (January) রাজ্যের তিন জায়গায় ড্রাই রান হয়েছিল। তবে এবার এই ড্রাই রান প্রক্রিয়া তিন জায়গাতেই সীমাবদ্ধ থাকবে না। রাজ্যের সমস্ত জেলায় পৃথক কেন্দ্র নির্বাচন করে করোনা ভ্যাকসিনের এই মহড়া শুরু হবে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।
গত ২ জানুয়ারি রাজ্যের দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙায় করোনা ভ্যাকসিনের ড্রাই রান হয়েছিল। তবে এবার রাজ্যের সমস্ত জেলায় এই প্রক্রিয়া ঝালিয়ে নিতে চায় স্বাস্থ্য দফতর। আর তাই আজ, বৃহস্পতিবার থেকেই ড্রাই রান করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলতে চায় রাজ্য সরকার।
জানা গিয়েছে, আজ থেকেই আগামিকাল ড্রাই রান প্রক্রিয়া শুরু করার জন্য যাদের ওপর ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া দেখে নেওয়া হবে, তাদের নাম রেজিস্ট্রেশন করা হবে। সব মিলিয়ে সর্বসাধারণের জন্য ভ্যাকসিন চালু হওয়ার আগে সমস্ত কিছুই এই ড্রাই রান বা মহড়ার মাধ্যমে সুষ্ঠুভাবে দেখে নিতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর।