বিজয়বর্গীয়ের সাথে বৈঠক করবেন অভিনেতা রুদ্রনীল, বিজেপিতে যোগদান কেবলই সময়ের অপেক্ষা

রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে সামনে মুখ খুলতেই অভিনেতা রুদ্রনীলের বাড়িতে পৌঁছে গেল রাজ্য বিজেপি শিবির। গত বুধবার ছিল অভিনেতা রুদ্রনীলের জন্মদিন। সেই দিনই রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে একটু ঘুরিয়ে মুখ…

Avatar

রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে সামনে মুখ খুলতেই অভিনেতা রুদ্রনীলের বাড়িতে পৌঁছে গেল রাজ্য বিজেপি শিবির। গত বুধবার ছিল অভিনেতা রুদ্রনীলের জন্মদিন। সেই দিনই রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে একটু ঘুরিয়ে মুখ খুললেন অভিনেতা। আর অন্যদিকে ঠিক তার পরে এইদিন সন্ধ্যা বেলায় তার বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Sanku Deb Panda)। রুদ্রনীলের জন্মদিন উপলক্ষে এইদিন তার হাতে ছিল একগুচ্ছ গোলাপও। দীর্ঘ সময় ধরে বৈঠক করেন দুইজন। সেই থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে রুদ্রনীলের (Rudranil Ghosh) বিজেপিতে যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা।

এইদিন রুদ্রনীল বলেন, শঙ্কুর সাথে আমার পরিচয় বহুদিনের। লোকসভা ভোটের আগেও বিজেপি নেতাদের সাথে কথা হয়েছিল আমার। আমি রাজনীতিতে ইচ্ছে প্রকাশ করলেই আবার যোগাযোগ করেন তিনি। তিনি কেবল আমার কাছে আমার ভাবনা জানতে চেয়েছেন। সাথে প্রস্তাব দেন কৈলাশ বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya) সাথে দেখা করার। আমি রাজি হয়েছি সেই প্রস্তাবে। তবে আমি এখনও কোনও সিদ্ধান্ত নেই নি।

বলা বাহুল্য, গতকাল ছিল অভিনেতার জন্মদিন। সেই জন্মদিন পালনের উৎসবে রাজনীতিতে তিনি সক্রিয় হতে চান বলে জানিয়েছেন অভিনেতা। তার বক্তব্য, যারা মানুষকে না ঠকিয়ে সঠিক কথা বলছেন বলে মনে হবে তাদের সাথেই থাকব।

২০১১ সালে জোড়া ফুল শিবির ক্ষমতায় আসার পরেও বামেদের প্রতি আস্থা রেখেছিলেন রুদ্রনীল। ২০১৬ সালে তিনি নাম লেখান তৃণমূল শিবিরে। কিন্তু বেশ কিছুদিন ধরে তৃণমূলের সমালোচনায় মুখর ছিলেন রুদ্রনীল। সম্প্রতি হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাঁকে দেখা যায়। রুদ্রনীলের গেরুয়া শিবিরের সঙ্গে প্রকাশ্য দহরম মহরমে রাজীবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে পুরোদমে।