কৃষি আন্দোলন নিয়ে এখন উত্তাল সারাদেশ। দিল্লির বিভিন্ন সীমান্তে প্রতিবাদ জারি করেছেন দেশের কৃষকরা। কেন্দ্রের সঙ্গে অষ্টম দফায় বৈঠক ও ফল প্রদান করতে পারেনি। এই বিষয়টি নিয়ে বাংলার কৃষকদের সুরক্ষা কর্মসূচির সূচনা করতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের শস্য উৎপাদনে শীর্ষ জেলা বর্ধমান এ একগুচ্ছ কর্মসূচির সূচনা করেন নড্ডা৷ জেপি নাড্ডা বর্ধমানে নিজের রোড শো শুরু করেছেন ইতিমধ্যেই।
গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো তে জনসমুদ্রের মতো উচ্ছ্বাস দেখা গিয়েছে। তিনি নিজেই গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন তাদের সমর্থক, নেতা,কর্মীদের দিকে। হুডখোলা গাড়িতে তার সাথে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়(Mukul Roy) , রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিজেপি নেতা সুনীল মণ্ডল সহ অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, জানা গিয়েছে, এই সভা উপলক্ষে প্রায় 15 হাজার গোলাপ ফুল নিয়ে এসেছে রাজ্যের গেরুয়া শিবির। সেই ফুলেই এই দিন বর্ধমান মাসি স্বাগত জানিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে।
ক্লক টাওয়ার থেকে রোড শো শুরু করে এগিয়ে চলেছে কার্জন গেট এর পথে নাড্ডা। নিরাপত্তাজনিত কারণে এবং যাতে যানজটের সৃষ্টি না হয় সেই কারণে রাস্তা দূরত্ব কমিয়ে আনা হয়েছে। ১৭০ মিটারের রোড সেইদিন করবেন তিনি। তবে এই রোড শো এর পরেই সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। এরপরেই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি সাংবাদিক সম্মেলন সম্মেলন করবেন, বলে জানা গিয়েছে। তবে সেখানে কিছু পরিবর্তন আনা হবে নাকি সেই বিষয়ে এখনো কিছুই জানানো হয়নি পদ্ম শিবিরের পক্ষ থেকে। রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে রাজধানীর দিকে রওনা দেবেন জেপি নাড্ডা।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা ভোটের আগেই জেপি নাড্ডা (J P Nadda) এবং অমিত শাহ (Amit Shah) প্রতিমাসেই বাংলা সফল আসবেন বলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। ৯ ই জানুয়ারি নাড্ডা এলে, ৩০ জানুয়ারি আসছেন অমিত শাহ এই রাজ্যে। কৃষকদের সাথে এইদিন একটি সমাবেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই সূত্রের খবর।