মমতা ব্যানার্জির (Mamata Banerjee) প্রিয় শৈলশহর দার্জিলিং এ দাঁড়িয়ে মমতাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। এছাড়াও বিজেপি সাংসদ রাজু বিস্ট (Raju Bisht) সভায় যোগদান করেছিলেন। দার্জিলিংয়ের উন্নয়নের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কটাক্ষ করতেন ছাড়লেন না কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী। তার দাবি, আর নয় এবারে পরিবর্তন চাইছে এই রাজ্যের বাসিন্দারা। এছাড়াও রাজ্য সরকারকে কড়া ভাষায় নিন্দা করলেন প্রহ্লাদ প্যাটেল।
প্যাটেলের দাবি,” এবারে এই রাজ্যের বাসিন্দারা তৃণমূল সরকারকে ফেলে বিজেপি সরকার কে নিয়ে আসবে। আগামী বিধানসভা নির্বাচনে ২০০ আসনের গণ্ডি পার করবে বিজেপি। রাজ্য সরকারের প্রতি এই রাজ্যের মানুষের অনীহা আর কিন্তু অস্পষ্ট নয়। সকলে বুঝে গেছেন এই রাজ্যের আইন কানুন ব্যবস্থা একেবারে বেহাল। আর মমতা সরকার এই জন্য সম্পূর্ণরূপে দায়ী।’
একটি সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রহ্লাদ সিং প্যাটেল। তিনি বললেন,” রাজ্য সরকার এখানকার সংস্কৃতির কথা একেবারেই ভাবেনি। রাজ্যের দার্জিলিংয়ের মানুষের কথা এখানকার মানুষের রুটি রুজি রোজগারের কথা মমতা ব্যানার্জির সরকার একেবারেই ভাবছেন না। রাজ্য সরকারের কোনো রকম প্রকল্প চা শ্রমিকদের অবস্থা ঠিক করছে না। বরং তাদের অবস্থা দিন দিন আরো খারাপ হয়েই চলেছে। আর তাদের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না রাজ্য সরকার। দার্জিলিঙে জমি সমস্যা রয়েছে। এই সমস্যা নিয়েও কোন টুঁ-শব্দ করছেন না মমতা সরকার।”
তার আরও দাবি,” দার্জিলিংয়ের কোনায় কোনায় প্রকৃতি নিজের রুপ ঢেলে দিয়ে গেছে। সেই ইংরেজ আমল থেকে দার্জিলিং থেকে নানা রকমের ট্যাক্স জমা পড়ছে। কিন্তু তাতে দার্জিলিংয়ের কোনরকম উন্নতি হচ্ছে না। দিনদিন দার্জিলিংয়ের অবস্থা খারাপ হয়ে চলেছে। দার্জিলিঙে বহু দেশি-বিদেশি মানুষ আসেন। তারা এখানে শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এখানকার সংস্কৃতিকে ভালোবেসে আসেন। দার্জিলিং এর ব্যাপারে আরো বেশি কিছু তারা জানতে চান। কিন্তু সেই পর্যটকদের জন্য এই রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। এই কারণে দার্জিলিংয়ের পর্যটন শিল্প দিনে দিনে খারাপের দিকে।”