বাংলা বিধানসভা নির্বাচনের আগে একদিকে বিজেপি সরকার নাগরিকত্ব আইন আনার জন্য প্রচেষ্টা করছে এবং ঠিক অন্যদিকে নাগরিকত্ব আইন বা CAA বন্ধের সবরকম প্রচেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মতুয়াপাড়ায় দাঁড়িয়ে মতুয়া ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, সাধারণ মানুষকে বিজেপি ভুল বুঝাচ্ছে। মতুয়ারা এমনিতেই আমাদের নাগরিক। বিজেপি আবার নতুন করে তাদেরকে নাগরিকত্বের মোয়া খাওয়াবে? এছাড়াও গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বাংলায় এনআরসি বা এনপিআর হতে দেব না।”
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একদিকে যেমন বিজেপি মতুয়া ভোট নিজেদের দিকে টানতে দ্রুত নাগরিকত্ব আইন শুরু চেষ্টা করছে ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মতুয়াদের নাগরিক বলে ঘোষণা করেছেন। আসলে দুই রাজনৈতিক দল কোনভাবেই মতুয়া ভোটব্যাঙ্ক হারাতে চায় না। রাজ্যে মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের ৭ টির মধ্যে এগিয়ে ৬ টি। সেই নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেকোনোভাবে মতুয়াদের মন জয় করতে চাইছে। তিনি আজ রানাঘাটের মতুয়াপাড়া থেকে মতুয়াদের উদ্দেশ্যে বলেছেন, “মতুয়ারা সবাই আমাদের দেশের নাগরিক। তাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা জানেন মতুয়ারা কবে থাকতে বাংলায় আছেন? কেউ এসেছেন ৫০, কেউ ৫২ বা কেউ ৭০ সাল থেকে। ওরা দেশ স্বাধীন হওয়ার আগে থাকতেই আমাদের দেশে আছে। ওরা তো এমনিতেই নাগরিক। বিজেপি কি নাগরিকত্ব আইন দিয়ে ওদের নতুন নাগরিক হাওয়ার মোয়া খাওয়াবে।”
এছাড়াও তিনি এদিন জনসভা থেকে মতুয়াদের আশ্বস্ত করে বলেছেন, “প্রত্যেক নদীয়ার মতুয়া পরিবারকে পাট্টা দেওয়া হবে। প্রায় ৫ হাজার পরিবার পাট্টা পাবে। যার যেখানে জমি আছে সেখানেই পাট্টা দেবে রাজ্য সরকার। কাউকে উদ্বাস্তু হতে দেবে না তৃণমূল।” এছাড়াও তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “বিজেপি নাগরিকত্ব আইন নিয়ে আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছেন। ওদের কথা শুনে একদম আবেদন করবেন না। তারপর দেখবেন সবাই বিদেশি হয়ে গেছেন। ওরা অসমে ১৯ লাখ বাঙালিকে ঘরছাড়া করেছে। মতুয়া ভাই-বোনেরা সবাই নাগরিক। আপনারা নিশ্চিন্তে ঘুমান বাংলা মায়ের কোলে শুয়ে। কেউ আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না।”